AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways: রাতে কেন স্পিড বাড়ায় ট্রেন, ভেবেছেন কখনও? উত্তরটা জানলে চমকে যাবেন

Indian Railways: দিনের বেলায় যে গতিতে চলে ট্রেন, রাত হলে তা অনেকটাই বেড়ে যায়। কোনও কারণে যদি ট্রেন লেট চলে, তবে রাতে বেশি স্পিডে চালিয়ে সেই সময়ের খামতি পূরণ করে দেন চালক।

Railways: রাতে কেন স্পিড বাড়ায় ট্রেন, ভেবেছেন কখনও? উত্তরটা জানলে চমকে যাবেন
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Mar 16, 2025 | 12:25 PM
Share

নয়া দিল্লি: কাছে-পিঠে হোক বা দূরে, ভ্রমণে ভরসা ট্রেন। দেশের একটা বড় সংখ্যক মানুষ ট্রেনের উপরই নির্ভরশীল। প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করেন। সেই কারণেই বিশ্বের অন্য়তম বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। নিয়মিত ট্রেনে চড়লেও, বহু মানুষ ট্রেনের খুঁটিনাটি সম্পর্কে জানেনই না। এই যেমন, রাতে কেন ট্রেন বেশি স্পিডে ছোটে? অধিকাংশ মানুষেরই এই উত্তর জানা নেই।

দূরপাল্লার ট্রেনে যারা যাতায়াত করেছেন, তারা অনেকেই লক্ষ্য করেছেন যে দিনের বেলায় যে গতিতে চলে ট্রেন, রাত হলে তা অনেকটাই বেড়ে যায়। কোনও কারণে যদি ট্রেন লেট চলে, তবে রাতে বেশি স্পিডে চালিয়ে সেই সময়ের খামতি পূরণ করে দেন চালক। কিন্তু কেন এমনটা করেন জানেন?

  • রাতে ট্রেনের গতি বাড়ানোর পিছনে একাধিক কারণ থাকে। প্রথম কারণই হল, রাতে রেললাইনে পারাপার প্রায় নগণ্য থাকে। গাড়ি চলাচলও কম থাকে। দ্রুত সিগন্য়াল দেওয়া যায় এই কারণে।
  • বন্য জন্তুরাও তুলনামূলকভাবে কম বের হয়, রেললাইনে আসে। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। এর জন্যই রাতে স্পিডে ছোটে ট্রেন।
  • এছাড়া রাতে রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজ হয় না বললেই চলে। এর ফলে ট্রেনের গতি বাড়ালেও কোনও সমস্যা হয় না।
  • রাতে একটা নির্দিষ্ট সময়ের পর লোকাল ট্রেন চলে না। ট্রাক ফাঁকা থাকায় ট্রেন দ্রুত দূরত্ব পার করার সুযোগ পায়।
  • আবার রাতের অন্ধকারে অনেক দূর থেকে সিগন্যাল দেখা যায়। সিগন্যাল দেখার জন্য ট্রেনের স্পিড কমানোর কোনও প্রয়োজন পড়ে না।
  • গতি বাড়ানোর পিছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে। রাতে তুলনামূলকভাবে তাপমাত্রা কম থাকায় ট্র্যাকের সঙ্গে ট্রেনের চাকার ঘর্ষণ কম হয়। ফলে ট্রেন দ্রুতগতিতে ছুটতে পারে।