AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Job Market: ঘুরে বেড়ানোর জন্য মিলবে টাকা! কর্মসংস্থানের বাজারে জুড়ল ৬১ লক্ষ নতুন চাকরি

Indian Job Market: ২০৩৪ সালের মধ্যে ভারতের পর্যটন শিল্পকে কেন্দ্র করে তৈরি হবে মোট ৬১ লক্ষ চাকরি, একটি সমীক্ষা প্রকাশ করে এমনটাই দাবি সেই সংস্থার। শুধু তা-ই নয়, বাড়বে মানুষের পর্যটনে খরচের প্রবণতাও। যা এই শিল্পের আওতায় থাকা ব্যবসাগুলিকে আরও তুলে ধরবে বলেই জানাচ্ছে তারা। বর্তমানে চাকরির বাজারে বার্ষিকী ৮ শতাংশ মতো বিনিয়োগ করে থাকে পর্যটন শিল্প। যা আগামী কয়েক বছরে আরও ফুলে ফেঁপে উঠবে বলেই জানাচ্ছে সেই সংস্থা।

Indian Job Market: ঘুরে বেড়ানোর জন্য মিলবে টাকা! কর্মসংস্থানের বাজারে জুড়ল ৬১ লক্ষ নতুন চাকরি
অপেক্ষারত চাকরিপ্রার্থীরা, (ছবি- কৃত্তিমবুদ্ধিমতা দ্বারা নির্মীত)Image Credit: Meta AI Image
| Updated on: Dec 20, 2024 | 9:21 PM
Share

নয়াদিল্লি: দেশে চলা বেকারত্ব নিয়ে মাঝে মধ্যেই মাঠে-ঘাটে-সংসদে প্রশ্ন তুলে থাকেন বিরোধীরা। বাড়ন্ত মূল্যবৃদ্ধি, বাড়তে থাকা জনসংখ্যা সর্বক্ষণই উপরের দিকে ঠেলতে থাকে বেকারত্বের গ্রাফকে। এই ফাঁকে খানিকটা স্বস্তির খবর দিল ভারতীয় শিল্প সংগঠন বা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি নামে একটি সংস্থা।

২০৩৪ সালের মধ্যে ভারতের পর্যটন শিল্পকে কেন্দ্র করে তৈরি হবে মোট ৬১ লক্ষ চাকরি, একটি সমীক্ষা প্রকাশ করে এমনটাই দাবি সেই সংস্থার। শুধু তা-ই নয়, বাড়বে মানুষের পর্যটনে খরচের প্রবণতাও। যা এই শিল্পের আওতায় থাকা ব্যবসাগুলিকে আরও তুলে ধরবে বলেই জানাচ্ছে তারা। বর্তমানে চাকরির বাজারে বার্ষিকী ৮ শতাংশ মতো বিনিয়োগ করে থাকে পর্যটন শিল্প। যা আগামী কয়েক বছরে আরও ফুলে ফেঁপে উঠবে বলেই জানাচ্ছে সেই সংস্থা।

এই চাকরির বাজারে শুধু পুরুষরা নিজেদের আধিপত্য বজায় রাখবে এমনটা নয়। কাঁধে কাঁধ মেলাবে মেয়েরাও। আগামী দশ বছরে তৈরি হওয়া সম্ভাব্য ৬১ লক্ষ চাকরির মধ্যে প্রায় ৪০ লক্ষ থাকবে পুরুষদের এবং প্রায় ২০ লক্ষ চাকরি ধার্য করা হবে মহিলাদের জন্যও।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে কেন্দ্র থেকে রাজ্য পর্যটনে মন দিয়েছে দুই সরকারই। যৌথ উদ্দ্যোগে চলছে বিনিয়োগ। পর্যটন টানতে মরিয়া হয়ে পড়ছে রাজ্য সরকারগুলি। অবশ্য, এই দৌড়ে অনেকটা এগিয়ে থাকছে উত্তর-পূর্ব ভারত।