IndusInd Bank: মেলে না টাকার হিসাব! ৬০০ কোটি টাকার ‘ভুল’ করে ফেলল এই বেসরকারি ব্যাঙ্ক
IndusInd Bank News: ২০২৪-২৫ অর্থবর্ষে পেশ করা তিন ত্রৈমাসিকের রিপোর্টে এই ভুল ধরেছে অভ্যন্তরীণ অডিট দফতর। যা তারা সংস্থার কর্তৃপক্ষের কাছে পেশ করেছে গত ৮ই মে। সেই ভিত্তিতে স্টক এক্সচেঞ্জের কাছে তড়িঘড়ি নিজেদের হওয়া ভুল স্বীকার করে ইন্ডাসইন্ড।

নয়াদিল্লি: হিসাবে ভুল। আবার চর্চায় বেসরকারি ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। মাস কয়েক আগেই তাদের বিরুদ্ধে উঠেছিল লেনদেন সংক্রান্ত গাফিলতির অভিযোগ। কিন্তু সেই পরিস্থিতি রফাদফা হতেই ব্যাঙ্কের অন্দরে আবার নতুন গরমিল।
গত বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জে নিজেদের আর্থিক রিপোর্ট পেশ করে ইন্ডাসইন্ড কর্তৃপক্ষ। সেই রিপোর্টে তারা জানিয়েছে, গত তিন ত্রৈমাসিকে সুদ থেকে আসা ৬৭৪ কোটি টাকা আসলে ভ্রান্ত। হিসাবের গরমিলের কারণে জনসমক্ষে এই তিন ত্রৈমাসিকে সুদের আয়ের পরিসংখ্যান ভুল তুলে ধরেছে সংস্থা। যা ধরা পড়েছে বছর শেষে হওয়া অডিটে।
সংস্থার আরও দাবি, ২০২৪-২৫ অর্থবর্ষে পেশ করা তিন ত্রৈমাসিকের রিপোর্টে এই ভুল ধরেছে অভ্যন্তরীণ অডিট দফতর। যা তারা সংস্থার কর্তৃপক্ষের কাছে পেশ করেছে গত ৮ই মে। সেই ভিত্তিতে স্টক এক্সচেঞ্জের কাছে তড়িঘড়ি নিজেদের হওয়া ভুল স্বীকার করে ইন্ডাসইন্ড। তবে শুধু ৬০০ কোটি হিসাব গরমিল করেই থামেনি ইন্ডাসইন্ড। অডিটে আরও বেশ কিছু ভ্রমের হদিশও মিলেছে।
সেই রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্কের ‘অন্যান্য সম্পত্তির’ তহবিলের হিসাব করতে আরও ৫৯৫ কোটি টাকার হদিশ পেয়েছে ইন্ডাসইন্ডের অভ্য়ান্তরীণ অডিট দফতর। এই টাকা কোথা থেকে এল, কে দিল? এই প্রসঙ্গে মেলেনি কোনও সদুত্তর।
প্রভাব পড়েছে শেয়ার বাজারে?
মাস কয়েক আগে তাদের ডেরিভেটিভ অ্যাকাউন্টে গরমিল পাওয়ার পর থেকেই চাপে পড়েছিল ইন্ডাসইন্ড। শেয়ার বাজারে ক্রমাগত দর পড়ছিল এই সংস্থার। শুক্রবার নতুন করে হিসাব গরমিলের খবর উঠে আসতেই আবার ধাক্কা খেল এই বেসরকারি ব্যাঙ্কটি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত আড়াই শতাংশ মার খেয়েছে সংস্থার শেয়ার।





