AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fixed Deposit: এই ব্যাঙ্কে FD করলেই পাবেন বাম্পার রিটার্ন, বাড়ল সুদের হার

FD Interest Rate: ১৭ ফেব্রুয়ারি থেকেই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে এই বেসরকারি ব্যাঙ্কে।

Fixed Deposit: এই ব্যাঙ্কে FD করলেই পাবেন বাম্পার রিটার্ন, বাড়ল সুদের হার
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 18, 2023 | 6:30 AM
Share

নয়া দিল্লি: আমজনতার জীবনে যা কিছু সঞ্চয় হয়, তার একটি বড় অংশ অনেকেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) রাখতে পছন্দ করেন। অনেকের আবার একাধিক ফিক্সড ডিপোজিট থাকে। কখনও আবার একাধিক ব্যাঙ্কে। সেখানেও হাজার রকম চিন্তা মাথায় রাখতে হয়। কোন ব্যাঙ্কের সুদের হার কত, কোথায় টাকা রাখলে, মেয়াদ শেষে সবথেকে বেশি টাকা পাওয়া যাবে, এমন অনেক চিন্তাই ঘুরপাক খায় মাথায়। এবার তাদের জন্য সুখবর নিয়ে এল কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক। এই বেসরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট রাখলে, বাম্পার রিটার্ন পাওয়া যাবে। ১৭ ফেব্রুয়ারি থেকেই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে এই বেসরকারি ব্যাঙ্কে। ২ কোটি টাকার কম অঙ্কের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বদলে যাচ্ছে এই ব্যাঙ্কে। যদি কোনও গ্রাহক একই মাসে দুটি ফিক্সড ডিপোজিট করেন, তাহলে দ্বিতীয়টির জন্য এই বর্ধিত সুদের হারের সুবিধা পাওয়া যাবে।

কী সুবিধা পাবেন একই মাসে দ্বিতীয় ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে? এক্ষেত্রে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার করা হয়েছে ৭.২০ শতাংশ। বর্ষীয়ান নাগরিকদের জন্য তা আরও বেশি, ৭.৭ শতাংশ সুদের হার। ১৫ মাস থেকে ২ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই সুদের হারের সুবিধা পাওয়া যাবে। ৭-১৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার সাধারণ নাগরিকদের জন্য বাড়িয়ে ২.৭৫ শতাংশ করা হয়েছে এবং ওই একই সময়ের জন্য বর্ষীয়ান নাগরিকদের সুদের হার হয়েছে ৩.২৫ শতাংশ। আবার ১৫-৩০ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার সাধারণ নাগরিকদের জন্য ৩ শতাংশ এবং বর্ষীয়ান নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ করা হয়েছে।

যদি আপনি ৩১-৪৫ দিনের জন্য টাকা ফিক্সড করেন, তাহলে সুদের হার সাধারণ নাগরিকদের জন্য হবে ৩.২৫ শতাংশ এবং বর্ষীয়ান নাগরিকদের ক্ষেত্রে হবে ৩.৭৫ শতাংশ। ৪৬-৯০ দিনের জন্য রাখলে সাধারণ নাগরিকদের জন্য ৩.৫ শতাংশ হারে সুদ এবং বর্ষীয়ান নাগরিকদের জন্য ৪ শতাংশ হারে সুদ দেওয়া হবে। ৯১-১২০ দিনের জন্য রাখলে আরও বেশি, সেক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাবেন ৪ শতাংশ হারে সুদ এবং বর্ষীয়ান নাগরিকরা পাবেন ৪.৫ শতাংশ হারে সুদ। যদি ১২১-১৭৯ দিনের জন্য ফিক্সড করেন, তাহলে সাধারণ নাগরিকরা ৪.২৫ শতাংশ হারে সুদ পাবেন আর বর্ষীয়ান নাগরিকরা ৪.৭৫ শতাংশ হারে সুদ পাবেন।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে রেপো রেট বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ফলেই এই সুবিধা বলে মনে করছেন অনেকে। ৮ ফেব্রুয়ারি আর্থিক নীতি নির্ধারণ বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরপর এসবিআইও নির্দিষ্ট কিছু ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়। স্টেট ব্যাঙ্কের সেই বর্ধিত সুদের হার ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। ১ বছর থেকে ২ বছর পর্যন্ত সময়কালের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক সুদের হার ৭.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৩০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।