AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pension Scheme: মাসে ৫৫ টাকা জমা, ৬০ পেরোলেই সরকার দেবে মাসিক ৩ হাজার টাকা; বিশদে জানুন

Pension Scheme: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অধীনে অবসরের পর প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাবেন কৃষকরা। তার জন্য ৬০ বছর পর্যন্ত প্রতি মাসে ৫৫ টাকা করে জমালেই হবে।

Pension Scheme: মাসে ৫৫ টাকা জমা, ৬০ পেরোলেই সরকার দেবে মাসিক ৩ হাজার টাকা;  বিশদে জানুন
গ্রাফিক্স: টিভি৯ বাংলা
| Edited By: | Updated on: Feb 15, 2023 | 7:28 PM
Share

বর্তমানে কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ সমৃদ্ধি কেন্দ্র, কিষাণ ক্রেডিট কার্ড ও প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ি যোজনা সহ অনেকগুলি প্রকল্প চালাচ্ছে ভারত সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে, কৃষকরা প্রতি বছর ২ হাজার টাকা করে তিনটি কিস্তিতে মোট ৬ হাজার টাকা করে দেন। একই সময়ে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অধীনে, কেন্দ্রীয় সরকার কৃষকদের বৃদ্ধ বয়সে সাহায্য করার জন্য একটি পেনশন প্রকল্পও চালু করেছে। আপনিও চাইলে এই সুবিধা পেতে পারেন।

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (Pradhan Mantri Kisan Mandhan Yojana):

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা বা PMKMY হল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের (SMF) জন্য বাস্তবায়িত কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকার ছোট ও প্রান্তিক কৃষকদের তাঁদের বৃদ্ধ বয়সে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে থাকে। ১৮ থেকে ৪০ বছর বয়সী কৃষকরা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। তবে শুধুমাত্র ২ হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি রয়েছে এমন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই পেনশন প্রকল্পের জন্য যোগ্য। তবে এক্ষেত্রে একটি শর্তও রয়েছে। যদি তাঁদের নাম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জমির রেকর্ডে উপস্থিত থাকে তবে তাঁরা এই যোজনার সুবিধা পাবেন না।

এই প্রকল্পের অধীনে, কৃষকরা ৬০ বছর বয়স পেরিয়ে যাওয়ার পর প্রতি মাসে ন্যূনতম ৩ হাজার টাকা করে পেনশন পাবেন। কৃষক মারা গেলে, কৃষকের স্ত্রী ও পরিবার পেনশনের ৫০ শতাংশ পাবেন। পারিবারিক পেনশন শুধুমাত্র স্বামী বা স্ত্রীর জন্য প্রযোজ্য এবং শিশুরা এই স্কিমের সুবিধাভোগী হিসেবে যোগ্য নয়।

১৮ থেকে ৪০ বছর বয়সী কৃষকরা এই প্রকল্পে রেজিস্টার করতে পারেন। এই আবেদনকারীদের ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা জমা করতে হবে। ৬০ বছর বয়সে পৌঁছলে,এই স্কিমের সুবিধাভোগীরা পেনশন পাওয়ার জন্য যোগ্য হবেন। এরপর একটি নির্দিষ্ট পরিমাণ পেনশনর তাঁদের পেনশন অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এই প্রকল্পের অধীনে আপনি যা টাকা রাখছেন তার সমান টাকা দেয় সরকারও। অতএব, যদি একজন কৃষক প্রতি মাসে ১০০ টাকা জমা করেন, তাহলে সরকারও প্রতি মাসে ১০০ টাকা পেনশন তহবিলে জমা করবে। এখনও পর্যন্ত, দুই কোটিরও বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা বেছে নিয়েছেন।