AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Investment News: শুধু সিগারেটটা ছেড়ে দিন, কত কোটি টাকার মালিক হবেন জানেন? কোথায় করবেন বিনিয়োগ?

Investment News: যাঁরা ধূমপান করেন তাঁদের অধিকাংশই মাসে ১২ থেকে ১৫ প্যাকেট সিগারেট কেনেন। যদি সিগারেটের প্যাকেটের ২০ পিসের দাম ধরা হয় ৩০০ টাকা, তাহলে এক মাসে সিগারেটের খরচ হয় ৪৫০০ টাকা। অর্থাৎ একজন ধূমপায়ী ১২ মাসে ৫৪ হাজার টাকার সিগারেট খান।

Investment News: শুধু সিগারেটটা ছেড়ে দিন, কত কোটি টাকার মালিক হবেন জানেন? কোথায় করবেন বিনিয়োগ?
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Updated on: Mar 15, 2024 | 6:36 PM
Share

নয়া দিল্লি: সিগারেট বা মদের নেশায় আসক্ত অনেকেই। এসবের প্রতি আসক্তি শুধু স্বাস্থ্যই নষ্ট করে তাই নয়, প্রতি মাসে হাজার হাজার টাকাও নষ্ট করে। কিন্তু এতে ব্যয় করা অর্থ যদি সঞ্চয় করা যায় এবং কোথাও বিনিয়োগ করা যায়, তাহলে কোটি টাকার ব্যাঙ্ক ব্যালান্সও তৈরি করতে পারেন আফনারা। ধূমপান হল এমন একটি আসক্তি যেখানে অনেক লোক প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত খরচ করেন। কিন্তু আপনি যদি এই বদ অভ্যাস ত্যাগ করে সঞ্চয় করা শুরু করেন, তবে তা দীর্ঘমেয়াদে আপনার জন্য উপকারী হবে।

আমরা যদি এক মাসে ধূমপানের খরচ দেখি, তাহলে তা ৪৫০০ থেকে ৫০০০ টাকায় পৌঁছে যেতে পারে। এই টাকা যদি নিয়ম মেনে বিনিয়োগ করা যায়, তাহলে আপনি কোটিপতি হতে পারেন। এই স্কিমে, আপনি শুধুমাত্র ভাল সুদের হারই পাবেন না, আপনার অর্থ, যা বৃদ্ধ বয়সে কাজে লাগবে তাও সুরক্ষিত থাকবে।

যাঁরা ধূমপান করেন তাঁদের অধিকাংশই মাসে ১২ থেকে ১৫ প্যাকেট সিগারেট কেনেন। যদি সিগারেটের প্যাকেটের ২০ পিসের দাম ধরা হয় ৩০০ টাকা, তাহলে এক মাসে সিগারেটের খরচ হয় ৪৫০০ টাকা। অর্থাৎ একজন ধূমপায়ী ১২ মাসে ৫৪ হাজার টাকার সিগারেট খান। তামাকের মূল্যবৃদ্ধি যদি ১২ শতাংশ হয়, তাহলে একজন ধূমপায়ী ৩০ বছরে সিগারেটের জন্য ১.৩০ কোটি টাকা খরচ করবেন।

এবার আসা যাক বিনিয়োগের কথায়। SIP অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যে কোনও সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ শুরু করা যেতে পারে। আপনাকে এই অ্যাকাউন্টে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ জমা করতে হবে। আপনি যদি পরবর্তী ৩০ বছরের জন্য এই ক্ষেত্রে বিনিয়োগ করেন, তাহলে ৩০ বছর পর গড়ে ১৫ শতাংশ সুদের হারে, আপনার টাকার পরিমাণ হবে ৮.২ কোটি টাকা।