Investment in Durga Puja: পুজোয় পকেট ফাঁকা? এই টিপসগুলি মেনে চললেই ফের মুখে ফুটবে হাসি

Investment in Durga Puja: কিছু জিনিস মাথায় রাখলে উৎসবের সময়েও টাকা জমিয়ে ভবিষ্যতের সঞ্চয়কে সুরক্ষিত করতে পারেন। করতে পারেন শেয়ার মার্কেট থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। কিনতে পারেন সোনা। যা আপনার আর্থিক শ্রীবৃদ্ধির দিকটা আরও মজবুত করতে পারে।

Investment in Durga Puja: পুজোয় পকেট ফাঁকা? এই টিপসগুলি মেনে চললেই ফের মুখে ফুটবে হাসি
প্রতীকী ছবিImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 11:36 PM

কলকাতা: কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর আনন্দে উৎসবে মেতে উঠতে বাঙালির জুড়ি মেলা ভার। চলছে দুর্গাপুজো। তারপরেই কালীপুজো, ভাইফোঁটা, একের পর এক উদযাপন লেগেই রয়েছে। মুখে হাসি ফুটলেও উৎসবের আবহে হু হু করে ফাঁকা উঠছে পকেট। কিন্তু, কিছু জিনিস মাথায় রাখলে উৎসবের সময়েও টাকা জমিয়ে ভবিষ্যতের সঞ্চয়কে সুরক্ষিত করতে পারেন। করতে পারেন শেয়ার মার্কেট থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। কিনতে পারেন সোনা। যা আপনার আর্থিক শ্রীবৃদ্ধির দিকটা আরও মজবুত করতে পারে। শুধু মাথায় রাখুন…

বাজেট তৈরি করুন 

বাজার বিশেষজ্ঞরা বলছেন উৎসবের শুরুতেই আপনার আয় এবং খরচের একটি তালিকা তৈরি করুন। তার ভিত্তিতে একটা বাজেট তৈরি করুন। আপনার বাজেট অনুসারে কেনাকাটা করুন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। একইসঙ্গে আপনি কী কিনতে চান তা আগে থেকেই ভেবে রাখুন। সেই অনুযায়ী কেনাকাটা করুন। এটি আপনাকে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত রাখবে।

অনলাইনে কেনাকাটা করুন

পুজোর মরসুমে একাধিক অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া হয় বড়সড় ছাড়। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সহ নানা ওয়ালেটে মেলে ছাড়। চলে সেল। নানা জিনিসের দাম অনেকটাই কমে যায়। তাই ডিসকাউন্ট এবং অফার পেতে এই সময় অনলাইনে কেনাকাটা বাড়াতে পারেন।

সংযত থাকুন 

কোনও ভ্রমণ, খাওয়া-দাওয়া বা ঘোরাঘুরির ইচ্ছা থাকলে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ুন। দল বেঁধে করুন এই কাজগুলি। তাহলে একাহাতে খরচের ভারটা অনেকটাই কমবে। আর্থিকভাবে সংযত থাকতেও তা অনেকটা সাহায্য করে। আপনি যদি একটি বড় জিনিস কিনতে চান, খেতে যেতে চান, ঘুরতে চান, তবে বন্ধুদের সাথে ভাগ করে নিন। এটি আপনাকে অর্থ বাঁচাতে সাহায্য করবে।

জোর দিন বিনিয়োগে

উৎসবের আবহে রেল থেকে শুরু করে রঙ, বহু সংস্থার শেয়ার দর হু হু করে বাড়তে থাকে। পাশাপাশি নানা প্রসাধনী, পোশাক সংস্থার শেয়ারের দরেও বড় লাভ দেখা যায়। তাই এই সময় কিছু টাকা বাঁচিয়ে বিনিয়োগের দিকে জোর দিন। তা আপনার ভবিষ্যতের সঞ্চয়ের রাস্তাকে আরও প্রসারিত করবে। শেয়ার মার্কেটের পাশাপাশি বিনিয়োগ করতে পারেন মিউচুয়ার ফান্ডেও। কিনে রাখতে পারেন সোনাও। 

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য।  উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।