AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market: সিট বেল্ট বেঁধে নিন! ধেয়ে আসছে পোর্টফোলিও সবুজের দিন…

Share Market: শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন, মার্চ-এপ্রিলের স্থিতিশীলতার পর মে মাসে বাজারে IPO-র আনাগোনা বেশ অনেকটাই বাড়বে। তবে এত সংখ্যক IPO এলেও, বিনিয়োগের জন্য কি এটা সঠিক সময় হবে?

Share Market: সিট বেল্ট বেঁধে নিন! ধেয়ে আসছে পোর্টফোলিও সবুজের দিন...
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Jun 05, 2025 | 8:02 PM
Share

নয়াদিল্লি: একটা-আধটা নয়। বাজারে আসছে মোট ৭২টি সংস্থার IPO। সম্প্রতি এই সংস্থাগুলিকে তাদের IPO বাজারে আনার জন্য অনুমোদন দিয়েছে ভারতীয় শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি।

জানা গিয়েছে, বাজারে আসন্ন এই ৭২টি সংস্থার IPO-র মোট দর দাঁড়াচ্ছে প্রায় ১.৪ লক্ষ কোটি টাকা। পাশাপাশি, আরও ৬৮টি সংস্থা, যাদের IPO-এর দর প্রায় ৯৫ হাজার কোটি টাকা সেগুলিও সেবি অনুমোদনের একেবারে চূড়ান্ত ধাপে পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে একেবারে কয়েক লক্ষ-কোটি টাকার ব্যাপার।

শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন, মার্চ-এপ্রিলের স্থিতিশীলতার পর মে মাসে বাজারে IPO-র আনাগোনা বেশ অনেকটাই বাড়বে। তবে এত সংখ্যক IPO এলেও, বিনিয়োগের জন্য কি এটা সঠিক সময় হবে?

শেয়ার বাজারের প্রাথমিক দুই সূচক সেনসেক্স ও নিফটি ৫০ দেখে তো সবুজ সংকেতই দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার, গোটা দিনে সেনসেক্স চড়েছে প্রায় ৪৪৩ পয়েন্ট। গত এক সপ্তাহের উত্থান-পতনের পর আবার সাময়িক স্থিতিশীলতার দিকেই এগোচ্ছে দালাল স্ট্রিট। একই ভাবে নিফটি৫০-তেও দেখা গিয়েছে সুবৃদ্ধি। সারাদিনে মোট ১৩০ পয়েন্ট চড়েছে এই সূচকটি।

আরও এক অংশের বাজার বিশেষজ্ঞদের মতে, IPO-এর খেলা একটু অন্যরকম। সম্প্রতি, বাজারে নিজেদের IPO এনেছে Ather Energy, Aegis Vopak Terminals, Schloss Bangalore এবং Scoda Tubes-এর মতো বড় বড় সংস্থা। সেখানে দাঁড়িয়ে আগামীতে যারা বাজারে নামতে চলেছে, তাদের জন্য় বিনিয়োগের দুয়ার ঠিক কতটা খোলা সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।