আপনার অজান্তে কোনও Loan চলছে না তো আপনার নামে? Aadhaar Card-এ দেখুন এখনই!
Loan: আচ্ছা, আপনি এমন কোনও প্রতারণার শিকার হননি তো? আপনার আধার কার্ড ব্যবহার করে কোনও ব্যক্তি নিজের কার্যসিদ্ধির জন্য লোন নেয়নি তো?

আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা আজকের যে কোনও মানুষই জানেন। ব্যাঙ্ক থেকে ট্রেন বা প্লেনের টিকিট কাটতে বা গ্যাসের কানেকশন নিতে আধার কার্ড প্রয়োজন হয়। আর এই সব ক্ষেত্রেই জড়িয়ে থাকে বিভিন্ন ধরণের প্রতারণা। অন্যের আধার কার্ড ব্যবহার করে বেআইনি ঋণ নেওয়ার মতো ঘটনাও আজকাল প্রায়শই ঘটে।
আচ্ছা, আপনি এমন কোনও প্রতারণার শিকার হননি তো? আপনার আধার কার্ড ব্যবহার করে কোনও ব্যক্তি নিজের কার্যসিদ্ধির জন্য লোন নেয়নি তো? যদি এমন হয়, সে ক্ষেত্রে সমস্যায় পড়বেন আপনিই।
হোটেল বা গ্যাসের অফিস, বা কোথাও পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের ফটোকপি জমা করতে হয়। কিন্তু সেই ফটোকপি থেকে আপনার তথ্য হাতিয়ে কেউ তা দিয়ে লোন নিয়ে নেয়নি তো?
এমন হয়েছে কি না জানার জন্য প্রথমে আপনার সিবিল রিপোর্ট চেক করে দেখুন। সেখানেই ঋণের ইতিহাস ঘাঁটলে আপনার নামে চলা সমস্ত ঋণের স্পষ্ট খতিয়ান পাবেন আপনি। আপনার নয় এমন কোনও লোন এখানে দেখতে পেলে সতর্ক হন। তারপর পুলিশের দ্বারস্থ হন।
আধারের ডেটা সুরক্ষিত রাখতে UIDAI-এর ওয়েবসাইট বা mAadhaar অ্যাপে গিয়ে বায়োমেট্রিক লক অপশন চালু করা যেতে পারে। এ ছাড়াও আধার কার্ডের কপি কাউকে দেওয়া চলবে না। প্রয়োজনে, UIDAI-এর ওয়েবসাইট বা mAadhaar অ্যাপ থেকে মাস্কড আধার ডাউনলোড করে, তা দিয়ে যে কোনও কাজ মেটানো যেতে পারে।
