AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Israel Iran Conflict: ইরান কি বিপদে ফেলবে? কাদের থেকে কত তেল নেয় ভারত, জানেন?

Israel Iran Conflict: কারণ, হিসাব বলছে বছরে বিশ্বের মোট তেল রফতানির ২০ শতাংশ আসে ইরানের এই হরমুজ প্রণালী হয়ে। তবে কি এবার টালমাটাল হবে দেশের তেল সেক্টরগুলি?

Israel Iran Conflict: ইরান কি বিপদে ফেলবে? কাদের থেকে কত তেল নেয় ভারত, জানেন?
Follow Us:
| Updated on: Jun 23, 2025 | 6:43 PM

নয়াদিল্লি: হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে আশঙ্কা। আমেরিকার হামলার পরে নিজেদের সংসদে হরমুজ প্রণালী বন্ধের জন্য একটি প্রস্তাব পাশ করিয়েছে ইরান সরকার। এবার শুধু তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদন দেওয়ার পালা। এক ধাক্কায় বন্ধ হয়ে যাবে হরমুজ। মূহুর্তের মধ্য়ে বিরাট ধাক্কা খাবে বিশ্ব অর্থনীতি। ধাক্কা খেতে পারে, দেশের তেল আমদানির পথও।

কারণ, হিসাব বলছে বছরে বিশ্বের মোট তেল রফতানির ২০ শতাংশ আসে ইরানের এই হরমুজ প্রণালী হয়ে। তবে কি এবার টালমাটাল হবে দেশের তেল সেক্টরগুলি? কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী কিন্তু তেমনটা বলছেন না। তিনি জানিয়েছেন, এই আশঙ্কার কথা আগেই টের পেয়েছিল ভারত। তাঁর কথায়, ‘বিশ্ব রাজনীতির উপর আমরা প্রতিমূহুর্তে নজর রেখেছি। আর সেই কথা মাথায় রেখেই, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তেল আমদানির পথ আমরা একেবারে ঘুরিয়ে দিয়েছি। এখন হরমুজ প্রণালী হয়ে তেল আমদানি অনেকটাই কমিয়ে দিয়েছে ভারত।’

হরমুজ প্রণালীর পথ বাদ দিয়ে কারাই বা তেল পাঠাচ্ছে ভারতকে?

সর্বভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের একটি তথ্য বলছে, প্রতি দিন দেশে ১০ লক্ষের অধিক অপরিশোধিত তেলের ব্যারেল এসে থাকে। এই বছরের জুন মাসেও প্রতিদিন সর্বোচ্চ ২২ লক্ষ ব্যারোল তেল আমদানি করেছে ভারত।

এই দেশের সবচেয়ে বেশি তেল পাঠিয়ে থাকে রাশিয়া। গত কয়েক বছর ধরেই রাশিয়ার থেকে তেল আমদানিতে জোর দিয়েছে ভারত। পিটিআই প্রদত্ত তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ২,২৬২ হাজার ব্যারল তেল রাশিয়ার থেকে আমদানি করে ভারত। এরপরেই তেল প্রসঙ্গে সবচেয়ে বেশি নির্ভরতা রয়েছে ইরাকের উপর। তাদের থেকে প্রতিদিন গড়ে ৯১৭ হাজার ব্য়ারোল তেল আমদানি করে কেন্দ্র।

তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব। তাদের থেকে আমদানি করা হয় ৫২৫ হাজার ব্যারল তেল। সংযুক্ত আরব আমিরশাহি থেকে আমদানি করা হয় ৫১৯ হাজার ব্যারল তেল। আমেরিকা থেকে আসে ৪৩৯ তেল। কলোম্বিয়া থেকে আসে ১৩১ হাজার ব্যারল তেল। নাইজেরিয়া থেকে ১১৯ হাজার ব্যারল ও কুয়েত থেকে ৮৫ ব্য়ারল তেল।