AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ambani Family: বাবা দেউলিয়া, ছেলের গ্যারাজে ‘রোলস রয়েস’! অম্বানী পরিবারের এই সন্তান কেমন জীবনযাপন করে জানেন

Ambani Family: এই সময় সংস্থার আর্থিক বৃদ্ধির জন্য নানা কৌশল তৈরি করেন আনমোল। তাঁর হাত ধরে সংস্থা লাভের মুখ দেখতে শুরু করে বলেও জানা যায়। ২০১৭ সালে রিলায়েন্স ক্যাপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদ পান তিনি।

Ambani Family: বাবা দেউলিয়া, ছেলের গ্যারাজে 'রোলস রয়েস'! অম্বানী পরিবারের এই সন্তান কেমন জীবনযাপন করে জানেন
জয় আনমোল অম্বানীImage Credit: twitter
| Updated on: Jul 10, 2024 | 10:54 PM
Share

নয়া দিল্লি: তিনি বিশ্বের অন্যতম ধনী পিতার সন্তান। কার্যত সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন তিনি। কিন্তু বছর কয়েক আগে তাঁর বাবাকে দেউলিয়া বা ‘ব্যাঙ্করাপ্ট’ বলে ঘোষণা করা হয়। তবে ছেলের বিলাসবহুল জীবন চর্চায় উঠে এসেছে। অম্বানী পরিবারের অন্যতম সন্তান সেই জয় আনমোল অম্বানীই এখন বাবা অনিল অম্বানীর অন্যতম আশার আলো।

খুব কম বয়সেই পারিবারিক ব্যবসায় যোগ দেন অনিল ও টিনা অম্বানীর জ্যেষ্ঠ সন্তান আনমোল। জানা যায়, বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ২০০০ কোটি টাকা। কাজের প্রতি তাঁর নিষ্ঠাও নাকি চোখে পড়ার মতো। মুম্বইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে পড়াশোনা করেছেন তিনি। উচ্চশিক্ষার জন্য ইউকে চলে যান আনমোল। সেভেন ওকস স্কুল থেকে ম্য়ানেজমেন্টে স্নাতক হন।

মাত্র ১৮ বছর বয়সে রিলায়েন্স মিউচুয়াল ফান্ড-এ ইন্টার্ন হিসেবে কাজ করেছেন তিনি। পরে ট্রেনি হিসেবে কাজ শুরু করেন রিলায়েন্স ক্যাপিটালে। ২০১৬-তে তিনি বোর্ডের সদস্য় হিসেবে কাজ শুরু করেন রিলায়েন্স ক্যাপিটালে। এই সময় সংস্থার আর্থিক বৃদ্ধির জন্য নানা কৌশল তৈরি করেন আনমোল। তাঁর হাত ধরে সংস্থা লাভের মুখ দেখতে শুরু করে বলেও জানা যায়। ২০১৭ সালে রিলায়েন্স ক্যাপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদ পান তিনি।

এর ঠিক এক বছরের মধ্যে রিলায়েন্সেক নিপ্পন লাইফ অ্যাসেটে যোগ দেন জয় আনমোল অম্বানী। তাঁর হাত ধরে রিলায়েন্স গ্রুপের স্টক প্রাইস প্রায় ৪০ শতাংশ বেড়ে যায়।

তবে আনমোল অম্বানীর বিলাসবহুল জীবন চোখে পড়ার মতো। তাঁর গ্যারাজে রয়েছে ল্যাম্বরগিনি, রোলস রয়েস ফ্যানটম। তাঁর সম্পত্তির মধ্যে রয়েছে হেলিকপ্টার থেকে ব্যক্তিগত বিমানও। তবে বিভিন্ন খাতে টাকা দান করেন আনমোল। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে রয়েছে তাঁর অবদান।