AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio Coin: নিজস্ব টাকা আনছে অম্বানী? আপনিও কীভাবে Jio Coin পাবেন, জেনে নিন

Mukesh Ambani: জিয়ো প্ল্যাটফর্মে  হাজির কয়েন।  এর নাম রাখা হয়েছে জিয়ো কয়েন (Jio Coin)। গ্রাহকরা জিয়ো অ্যাপ বা ওয়েবসাইটে ঢুকলেই কয়েন পাওয়া যাচ্ছে। এর জন্য এক টাকাও লাগবে না। কিন্তু এই কয়েন দিয়ে হবেটা কী?

Jio Coin: নিজস্ব টাকা আনছে অম্বানী? আপনিও কীভাবে Jio Coin পাবেন, জেনে নিন
কীভাবে জিয়ো কয়েন পাবেন?Image Credit: TV9 ভারতবর্ষ
| Updated on: Jan 24, 2025 | 12:53 PM
Share

নয়া দিল্লি: অম্বানীর নিজস্ব টাকা! নিজের রাজত্ব আরও বিস্তার করছেন মুকেশ অম্বানী। এবার আনছেন নিজস্ব কয়েন। জিয়ো কয়েন। কী কাজ এই কয়েনের? খায় না মাথায় দেয়, এটাই অনেকের কাছে স্পষ্ট নয়। তবে বড় চমক যে অপেক্ষা করছে, তা বোঝাই যাচ্ছে।

জিয়ো প্ল্যাটফর্মে  হাজির কয়েন।  এর নাম রাখা হয়েছে জিয়ো কয়েন (Jio Coin)। গ্রাহকরা জিয়ো অ্যাপ বা ওয়েবসাইটে ঢুকলেই কয়েন পাওয়া যাচ্ছে। এর জন্য এক টাকাও লাগবে না। কিন্তু এই কয়েন দিয়ে হবেটা কী?

শোনা যাচ্ছে, এবার ক্রিপ্টোকারেন্সির জগতে পা রাখতে চলেছেন মুকেশ অম্বানী। এখনও পর্যন্ত রিলায়েন্সের তরফে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি।

কীভাবে কয়েন সংগ্রহ করবেন?

প্রথমে  ফোনে জিয়োস্পিয়ার (JioSphere) অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি  Google Play Store এবং  Apple App Store-এ উপলব্ধ রয়েছে।

  • অ্যাপটি ডাউনলোড করার পরে, সাইন আপ করতে হবে। নাম, মোবাইল নম্বর ও ওটিপি দিলে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
  • অ্যাকাউন্ট তৈরি করার পরে, ইন্টারনেট পরিষেবার জন্য JioSphere ব্রাউজার ব্যবহার করুন।
  • আপনি যখন অ্যাপ ব্রাউজার ব্যবহার করা শুরু করবেন, আপনি ধীরে ধীরে পুরস্কার হিসাবে জিয়ো কয়েন পেতে শুরু করবেন।

উল্লেখ্য, বিনামূল্যে পাওয়া জিয়ো কয়েনগুলি অ্যাপের ওয়ালেটে জমা হবে।

অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করার সময়ই অ্যাপ সেটিংসে Jio Coin এর জন্য Opt-in বিকল্পটি দেখা যাচ্ছে, যা দেখে বোঝা যাচ্ছে শীঘ্রই ক্রিপ্টোকারেন্সির বাজারে আলোড়ন তৈরি করতে চলেছে।