Jaguar Land Rover-এর ধাক্কায় বেলাইন Tata, টানা ৪ দিনে ১০ শতাংশের কাছাকাছি পড়েছে Tata Motors!
JRL, Tata Motors: মঙ্গলবার অর্থাৎ ১৬ জুন, নিফটির মধ্যে থাকা শেয়ারগুলোর হিসাবে সবচেয়ে বেশি পতনের সম্মুখীন হওয়া সংস্থাগুলোর মধ্যে ছিল টাটা মোটরস।

দেশের সবচেয়ে বড় কংগ্লোমারেটের অধীনস্ত প্যাসেঞ্জার গাড়ি ও ব্যক্তিগত গাড়ি প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরসে হঠাৎ ধাক্কা। ১১ জুন থেকে ১৬ জুনের মধ্যে প্রায় ১০ শতাংশ পড়েছে সংস্থার শেয়ারের দাম। মনে করা হচ্ছে এর পিছনে রয়েছে টাটা মোটরসের অধীনস্ত ব্রিটিশ বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার (JLR)।
সম্প্রতি ব্রিটিশ সংস্থা জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য তাদের কর ও সুদ পূর্ববর্তী আয়ের (EBIT) মার্জিনের ১০ শতাংশ থেকে কমিয়ে ৫-৭ শতাংশ করে দিয়েছে। এ ছাড়াও সংস্থা তাদের ফ্রি ক্যাশ ফ্লোর লক্ষ্যমাত্রাও ১.৮ বিলিয়ন পাউন্ড থেকে কমিয়ে শূন্য করে দিয়েছে। আর এই খবর সামনে আসার পরই পতন শুরু হয়েছে টাটা মোটরসের শেয়ারে।
মঙ্গলবার অর্থাৎ ১৬ জুন, নিফটির মধ্যে থাকা শেয়ারগুলোর হিসাবে সবচেয়ে বেশি পতনের সম্মুখীন হওয়া সংস্থাগুলোর মধ্যে ছিল টাটা মোটরস। ইংল্যান্ড ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও ১.৫ শতাংশ পড়েছে এই সংস্থার শেয়ারের দাম। ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক ঘোষণার পর আমেরিকায় গাড়ি বিক্রি স্থগিত রেখেছিল জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার (JLR)। আর তারপরই অর্থনৈতিক দিক দিয়ে বেশ চাপের মুখে পড়ে এই সংস্থা। আর তার জেরেই চাপে পড়ছে আমাদের টাটা মোটরস।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





