AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO: জাস্ট কয়েক মিনিটের অপেক্ষা! এই অ্যাপ থাকলে পিএফের টাকা তোলা এবার আরও সহজ

PF Money: আধিকারিকরা জানিয়েছেন, এই সুবিধার অপব্যবহার রুখতে প্রাথমিকভাবে টাকা তোলার উপর নির্দিষ্ট সীমা বা 'ক্যাপ' আরোপ করা হতে পারে। যেহেতু ইউপিআই লেনদেনের ওপর রিজার্ভ ব্যাঙ্কের নিজস্ব কিছু বিধিনিষেধ রয়েছে, তাই পিএফ-এর পুরো টাকা এই অ্যাপের মাধ্যমে তোলা সম্ভব হবে না।

EPFO: জাস্ট কয়েক মিনিটের অপেক্ষা! এই অ্যাপ থাকলে পিএফের টাকা তোলা এবার আরও সহজ
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Updated on: Jan 09, 2026 | 6:38 PM
Share

কলকাতা: পিএফ (PF) বা প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার ঝক্কি এবার অতীত হতে চলেছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) আগামী দুই থেকে তিন মাসের মধ্যে তাদের প্রায় ৩০ কোটি গ্রাহকের জন্য ভীম (BHIM) অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক টাকা তোলার সুবিধা চালু করতে চলেছে। ২৬ লক্ষ কোটি টাকার বিশাল তহবিল পরিচালনাকারী এই সংস্থা তাদের ডিজিটাল পরিকাঠামোর আমূল পরিবর্তনের অংশ হিসেবেই এই যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে বলে জানা যাচ্ছে। গ্রাহকদের ভোগান্তি কমিয়ে এটিএম-এর মতো দ্রুতগামী পরিষেবা প্রদানের চেষ্টা করা হচ্ছে পুরোদমে। 

এই নতুন উদ্যোগ সফল করতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর সঙ্গে হাত মিলিয়েছে EPFO। চিকিৎসা, শিক্ষা বা বিশেষ জরুরি প্রয়োজনে গ্রাহকরা এখন সরাসরি তাদের ইউপিআই (UPI) লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। বর্তমানে কেবল ভীম অ্যাপে এই সুবিধা পাওয়া গেলেও ভবিষ্যতে অন্যান্য ইউপিআই অ্যাপেও তা চালু হতে পারে। নিয়ম অনুযায়ী, অ্যাপে ক্লেম বা আবেদন করার পর ইপিএফও-র ব্যাকএন্ডে তা যাচাই করা হবে এবং অনুমোদনের সঙ্গে সঙ্গেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে।

আধিকারিকরা জানিয়েছেন, এই সুবিধার অপব্যবহার রুখতে প্রাথমিকভাবে টাকা তোলার উপর নির্দিষ্ট সীমা বা ‘ক্যাপ’ আরোপ করা হতে পারে। যেহেতু ইউপিআই লেনদেনের ওপর রিজার্ভ ব্যাঙ্কের নিজস্ব কিছু বিধিনিষেধ রয়েছে, তাই পিএফ-এর পুরো টাকা এই অ্যাপের মাধ্যমে তোলা সম্ভব হবে না। তবে সীমাটি ঠিক কত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে অনলাইনে ৫ লক্ষ টাকার কম অগ্রিম বা অ্যাডভান্স ক্লেম নিষ্পত্তি হতে অন্তত তিনদিন সময় লাগে। আরও বড় অঙ্কের ক্ষেত্রে আরও বেশি সময় প্রয়োজন হয়। 

সাধারণত অবসর গ্রহণের সময় অথবা বেকারত্ব, অসুস্থতা, উচ্চশিক্ষা বা গৃহনির্মাণের মতো বিশেষ পরিস্থিতিতে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। টাকা তোলার যোগ্যতা এবং সর্বোচ্চ সীমা নির্ভর করে গ্রাহকের চাকরির মেয়াদ এবং কী কারণে টাকা তোলা হচ্ছে তার ওপর। আগামী দিনে এই ইউপিআই ভিত্তিক ব্যবস্থা চালু হলে কোটি কোটি চাকুরিজীবীর জন্য জরুরি সময়ে হাতে টাকা পাওয়া অত্যন্ত সহজসাধ্য হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।