Rules Change: ১ জুন থেকে লেনদেনের একগুচ্ছ নিয়ম বদলে যাবে, আজই জেনে রাখুন
ডেবিট কার্ড-ই হোক বা ক্রেডিট কার্ড মারফত লেনদেন, জুন থেকে বদলাতে পারে বেশ কিছু লেনদেন সংক্রান্ত নিয়ম। বদল আসবে পিএফ-এও। আসছে এপিএফও ৩.০। এটিএম থেকেই তোলা যাবে পিএফ-এর টাকা।

নয়া দিল্লি: পয়লা জুন থেকে বদলে যেতে পারে বেশ কিছু জরুরি আর্থিক লেনদেন সংক্রান্ত নিয়ম। আপনার-আমার নিত্যদিনের প্রয়োজনে লাগে, এমন বেশ কিছু আর্থিক পরিষেবার নিয়মে রদবদল আসতে পারে। ক্রেডিট কার্ড/এটিএম মারফত লেনদেন হোক বা এলপিজি গ্যাসের দাম – ১ জুন থেকে পাল্টাতে পারে একগুচ্ছ নিয়ম। আজই আগাম বিশদে জেনে রাখলে পরে আর বিপদে পড়তে হবে না আপনাকে।
ফিক্সড ডিপোজিটে সুদের হার বদলাতে পারে
সাধারণত, ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে টাকা রাখাটা সাধারণ মানুষের পছন্দের তালিকার শীর্ষ থাকে। কিন্তু মে থেকেই স্থায়ী আমানতে সুদের হার কমতে শুরু করেছে। সেই ধারা ব্যাহত রেখে জুন মাস থেকে আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক স্থায়ী আমানতে সুদের হার কমাতে পারে বলে আশঙ্কা। সেক্ষেত্রে সাধারণ গ্রাহক থেকে প্রবীণ নাগরিক– প্রভাবিত হতে পারেন সকলেই। বিশেষত বেসরকারি ব্যাঙ্কে যাঁদের ফিক্সড ডিপোজিট রয়েছে, তাঁদের সুদের হার কমতে পারে বলেই সূত্রের খবর। অ্যাক্সিস, এইচডিএফসি-র মতো ব্যাঙ্ক তাদের এফডি রেট কমিয়ে দিয়েছে মে মাস থেকেই।
আসছে ইপিএফও ৩.০
চাকুরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখা, যে ইপিএফ-র নিয়মে পয়লা জুন থেকে একগুচ্ছ নিয়ম বদলে যাওয়ার সম্ভাবনা। ইপিএফও ৩.০ আনছে শ্রমমন্ত্রক। এর ফলে অনেকটা বাড়তি সুবিধা হবে গ্রাহকদের। পিএফ থেকে টাকা তোলা, ডেটা আপডেট এখন আরও দ্রুত ও সহজ হবে। ডিজিটালি হবে বলে গোটা প্রক্রিয়াতেই সময় লাগবে আগের চেয়ে অনেক কম। কেন্দ্রের আশ্বাস, এবার থেকে এটিএম থেকেও পিএফ-এর টাকা তোলা যাবে।
এলপিজি-র দামে রদবদল
প্রতি মাসের গোড়ায় রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি এলপিজি গ্যাসের নয়া দাম ঘোষণা করে। মে মাসের শুরুতেও বদল এসেছিল বাণিজ্যিক সিলিন্ডারের দামে। সেইমতোই পয়লা জুনেও এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করবে তেল সংস্থাগুলি। ব্যবসায়ী থেকে শুরু করে গৃহস্ত- সকলের দৈনন্দিন জীবনেই এলপিজি-র দাম বদলালে প্রভাব পড়ে। তাই সেদিকে নজর রাখা জরুরি।

এটিএমে বাড়তি খরচ
পয়লা জুন, ২০২৫ থেকে বেশ কয়েকটি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলতে গ্রাহককে বাড়তি টাকা দিতে হবে। বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম হয়ে গেলে জুন থেকে গ্রাহককে এটিএম থেকে টাকা তুলতে বাড়তি চার্জ দিতে হবে। এক এক ব্যাঙ্কের ফ্রিতে টাকা তোলার সীমা এক একরকমের। কেউ ৩ বার ফ্রিতে টাকা তুলতে দেয়, কেউ ৫ বার। সেই ফ্রি উইথড্রলের সীমা কখন অতিক্রম হয়ে যাচ্ছে এখন থেকে সেদিকে বাড়তি নজর রাখতে হবে। কারণ, এতদিন তেমনটা হলে ২১ টাকা বাড়তি লাগত, জুন থেকে দিতে হতে পারে ২৩ টাকা করে।
ক্রেডিট কার্ডের চার্জে বদল
এবছরের পয়লা জুন থেকে বেশ কয়েকটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের চার্জ বদলাচ্ছে। অটো-ডেবিট ‘ফেল’ হলে যে পেনাল্টি এতদিন লাগত, সেটা খানিকটা কমতে পারে জুনের ১ তারিখ থেকে। তবে জ্বালানির দাম মেটানোর চার্জ বাড়তে পারে। জুনের ২০ থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের চার্জে বদল আনার কথা ঘোষণা করে দিয়েছে। আন্তর্জাতিক লেনদেনের উপর যে চার্জ লাগত সেটাও বাড়তে পারে। রিওয়ার্ড পয়েন্টের ক্ষেত্রেও বদল আনছে বেশ কিছু ব্যাঙ্ক।


