Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration-Aadhaar Link: রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন? খুব বেশি সময় নেই, ধাপগুলো জেনে নিন

Ration-Aadhaar Link: আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক। ৩০ জুনের মধ্যে লিঙ্ক করাতে হবে।

Ration-Aadhaar Link: রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন? খুব বেশি সময় নেই, ধাপগুলো জেনে নিন
কী ভাবে লিঙ্ক করাবেন রেশন-আধার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2022 | 9:25 AM

নয়া দিল্লি : নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগে দেশ জুড়ে চালু হচ্ছে ওয়ান নেশন ওয়ান রেশন (One Nation One Ration Card) অর্থাৎ এক দেশ, এক রেশন কার্ড। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যাতে চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে কেন্দ্রের সেই উদ্যোগ গোটা দেশে কার্যকর করা হয়। তাই তার আগে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করাটা জরুরি। ৩০ জুনই শেষ তারিখ। তার মধ্যে যুক্ত করতে হবে। বর্তমানে ৩৪ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ওয়ান নেশন ওয়ান রেশন কার্যকর করা হয়েছে। দুরকম পদ্ধতিকে আধার-রেশন যুক্ত করা যাবে, অনলাইনে ও অফলাইনে।

অফলাইন পদ্ধতি

১. বাড়ির কাছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সেন্টারে যেতে হবে।

২. রেশন কার্ডের ও আধার কার্ডের জেরক্স কপি নিয়ে যেতে হবে। পরিবারের সবথেকে বড় ব্যক্তির পাসপোর্ট ছবি থাকতে হবে।

৩. ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে, নিয়ে যেতে হবে পাসবুকের জেরক্স কপি।

৪. এই সব কপি জমা দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হতে পারে।

৫. সব নথি জমা পড়ার পর মোবাইলে একটি এসএমএস আসবে।

৬. আধার-রেশন লিঙ্ক হয়ে গেলে আরও একটি এসএমএস আসবে।

অনলাইন পদ্ধতি

সব রাজ্যে অনলাইনে এই পরিষেবা পাওয়া যায় না। কোনও কোনও রাজ্যে অনলাইনে যুক্ত করা যায় আধার ও রেশন।

১. পিডিএস পোর্টাল খুলতে হবে।

২. রেশন কার্ড সেকশনে গিয়ে রেশন কার্ড নম্বর দিতে হবে।

৩. এরপর দিতে হবে আধার নম্বর

৪. এরপর আধারের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বরে আসবে ওটিপি।

৫. সংশ্লিষ্ট জায়গায় ওটিপি দিলেই যুক্ত হয়ে যাবে আধার কার্ড ও রেশন কার্ড।

আরও পড়ুন : Ocean Heatwave: ৫২ দিনে ৬ বার প্রবল উত্তপ্ত হয়ে উঠেছিল ভারত মহাসাগর, কারণটা সত্যিই উদ্বেগের

আরও পড়ুন :  Mutual Fund Investment: অবিশ্বাস্য! মাত্র ১০ টাকায় নতুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ? জেনে নিন কী ভাবে করবেন