১০৯, ১০৮, ১০৭…রোববারে সামন্য হ্রাস হলেও ক্রমশ দীর্ঘ হচ্ছে সেঞ্চুরির তালিকা

আজ, রবিবার পেট্রোল ডিজেলের দামে কিছুটা বদল ঘটেছে। পেট্রোলের দাম ১৩ থেকে ১৫ পয়সা কমেছে এবং ডিজেলের দাম কমেছে ১৫ পয়সা।

১০৯, ১০৮, ১০৭...রোববারে সামন্য হ্রাস হলেও ক্রমশ দীর্ঘ হচ্ছে সেঞ্চুরির তালিকা
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2021 | 4:54 PM

নিউ দিল্লি: বিশ্ব বাজারে অপরিশোধিত তেলে দরে মন্দা! তাতে কী? এর জেরে ভারতে যতটুকু পেট্রোল-ডিজেলের দাম কমেছে, এ যেন সাগর থেকে এক ঘটি জল নেওয়ার মতো। পেট্রোপণ্য়ের লাগাম ছাড়া মূল্য়বৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠেছে মধ্য়বিত্তের। অনেকদিন আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল,দাম কমার কোনও লক্ষণ নেই। ক্রমশ সেই পথেই এগোচ্ছে ডিজেলও। আজ, রবিবার পেট্রোল ডিজেলের দামে কিছুটা বদল ঘটেছে। পেট্রোলের দাম ১৩ থেকে ১৫ পয়সা কমেছে এবং ডিজেলের দাম কমেছে ১৫ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০১.৭২ টাকা। ডিজেল ৯১.৭১ টাকা। পেট্রোল-ডিজেলের মূল্য সামান্য কমলেও সাধারণের বোঝা এতটুকুও কমছে না, তা বলাবাহুল্য।

ভারতে পেট্রোল ডিজেলের দাম বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। যেমন, পেট্রোল ডিজেলের চাহিদা, ডলারের তুলনায় টাকার মূল্য়ায়ন, পরিশোধনাগারের খরচ, পরিবহন খরচ, ডিলারদের কমিশন সর্বোপরি কেন্দ্র ও রাজ্যের আকাশ ছোঁয়া কর। দেশের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দামের তারতম্য়ের অন্য়তম কারণ হল ভ্য়াট বা ভ্য়ালু অ্য়াডেড ট্য়াক্স। ভ্য়াট সম্পূর্ণ ভাবে রাজ্য় সরকার গুলির নিয়ন্ত্রণাধীন। যে রাজ্য়ে ভ্য়াটের পরিমাণ যত বেশি, সেই রাজ্য়ে পেট্রোল ডিজেলের দাম তত বেশি। লক্ষ করা গিয়েছে যে মধ্য়প্রদেশের ভোপাল ও রাজস্থানের জয়পুরে পেট্রোপণ্য়ের ওপর ভ্য়াট সর্বাধিক।

দিল্লিতে পেট্রোলের দাম বেশ কিছুদিন ধরে তিন অঙ্কে পৌঁছে গিয়েছে। দেশের রাজধানীতে দিল্লিতে পেট্রোল ১০১.১৮ টাকা প্রতি লিটার দরে বিকোচ্ছে। ডিজেলের দাম ৮৮.৬২ টাকা প্রতি লিটার। বাণিজ্য নগরীর রাজধানী মুম্বইতে পেট্রোলের দাম ১০৭.২৬ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম ৯৬.১৯ টাকা প্রতি লিটার। দেশের অন্য়তম মেট্রো শহর কলকাতাও বেশি পিছিয়ে নেই। সেখানে পেট্রোলের দাম ১০১.৬২ টাকা প্রতি লিটার ও ডিজেলের দাম ৯১.৭১ টাকা প্রতি লিটার। দক্ষিণ ভারতেও পেট্রোপণ্য়ের দামে সামান্য তারতম্য চোখে পড়েছে। সেঞ্চুরির দোড়গোড়ায় পেট্রোল। চেন্নাইতে পেট্রোলের দাম ৯৯.১২ টাকা লিটার প্রতি, ডিজেল ৯৩.৪০ টাকা প্রতি লিটার। ভোপালে পেট্রোলের দাম ১০৯.৯১ টাকা প্রতি লিটার, ডিজেল ৯৭.৬৮ টাকা প্রতি লিটার। জয়পুরে পেট্রোলের দাম ১০৮.৮০ টাকা প্রতি লিটার, ডিজেল ৯৭.৭২ টাকা প্রতি লিটার।

পেট্রোল-ডিজেলের দাম যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কবে কমবে এটাই লাখ টাকার প্রশ্ন। রাজ্যগুলি যেন ইঁদুর দৌড়ে নেমেছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। পেট্রোপণ্য়ের মূল্য়বৃদ্ধি নিয়ে সম্প্রতি শেষ হওয়া সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়ে মোদী সরকার। তবে, সরকারের সাফ সাফাই, করোনা কালে স্বাস্থ্যখাতে বিপুল খরচ হয়। সেই ক্ষতিপূরণ পেট্রোপণ্য থেকে তোলা হচ্ছে। পরের বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। বিজেপির জন্য় কঠিন লড়াই বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ২০২৪ এর লোকসভার লড়াই সহজ করতে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে পেট্রোল ডিজেলের দামের ওপর জিএসটি বসাতে পারে কেন্দ্রীয় সরকার, যার ফলে বেশ কিছুটা লাঘব হতে পারে পেট্রোপণ্য়ের দামে। আরও পড়ুন ট্রাকের ভেতর থেকে উদ্ধার সাংসদ সুনীল মণ্ডলের ভাইয়ের মৃতদেহ! তীব্র চাঞ্চল্য