LIC Policy: দৈনিক ২৫২ টাকা রাখুন LIC-র এই পলিসিতে, রিটার্ন পাবেন ৫৪ লক্ষ টাকা

LIC Jeevan Labh Policy: সর্বাধিক রিটার্ন পাওয়ার জন্য ও সুরক্ষিত বিমা প্রকল্প এলআইসির জীবন লাভ প্ল্যান অন্যতম সেরা একটি পলিসি। এতে আপনি যেমন বিমার মেয়াদ শেষে বার্ষিক প্রিমিয়ামের সাত গুণ রিটার্ন পাবেন। তেমনই কর ছাড়ও পাওয়া যাবে। 

LIC Policy: দৈনিক ২৫২ টাকা রাখুন LIC-র এই পলিসিতে, রিটার্ন  পাবেন ৫৪ লক্ষ টাকা
প্রতীকী চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 7:18 AM

নয়া দিল্লি: ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে আর্থিক সঞ্চয় অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। আর সুরক্ষিত বিনিয়োগ বলতেই ভারতীয়দের মনে প্রথমেই আসে এলআইসির নাম। উচ্চবিত্ত থেকে মধ্য়বিত্ত, নিম্নবিত্ত- সমাজের সব শ্রেণির মানুষের জন্যই বিভিন্ন এলআইসি পলিসি রয়েছে। এমনই একটি এলআইসি পলিসি হল জীবন লাভ, যা পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ভাল রিটার্নও দেবে।

সর্বাধিক রিটার্ন পাওয়ার জন্য ও সুরক্ষিত বিমা প্রকল্প এলআইসির জীবন লাভ প্ল্যান অন্যতম সেরা একটি পলিসি। এতে আপনি যেমন বিমার মেয়াদ শেষে বার্ষিক প্রিমিয়ামের সাত গুণ রিটার্ন পাবেন। তেমনই কর ছাড়ও পাওয়া যাবে।

  • এই বিমা করানোর ক্ষেত্রে ন্য়ূনতম বয়স ৮ বছর। বিমা ম্যাচুয়িটির সর্বাধিক বয়স ৭৫ বছর।
  • তিন ধরনের মেয়াদে এই পলিসি করানো যায়। এগুলি হল- ১৬ বছর, ২১ বছর ও ২৫ বছর।
  • প্রিমিয়াম দেওয়ায় মেয়াদও তিন ধরনের- ১০, ১৫ ও ১৬ বছর।

এলআইসি জীবন লাভ পলিসির সুবিধা-

  • যদি বিমার মেয়াদ চলাকালীনই বিমাকারীর মৃত্যু হয়, তবে বেসিক সাম অ্যামাউন্ট বা বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ রিটার্ন পাওয়া যাবে।
  • বিমার মেয়াদ পূরণ হয়ে গেলে বেসিক সাম বা জমা রাখা মূলধনের পাশাপাশি অতিরিক্ত বোনাসও পাবেন।
  • এই বিমায় করছাড়ও পাওয়া যাবে। প্রতি অর্থবর্ষে দেড় লক্ষ টাকা অবধি করছাড় পাওয়া যাবে।
  • যদি কোনও গ্রাহক দুই বছর প্রিমিয়াম দেন, তবে তিনি ঋণের সুবিধাও পাবেন।

এলআইসির এই বিমায় যদি আপনি ৫৪ লক্ষ টাকা রিটার্ন পেতে যান, তবে আপনাকে প্রতি মাসে মাত্র ৭৫৭২ টাকা করে জমা রাখতে হবে।