Kolkata-তে না থেকে Howrah-য় থাকুন, প্রতি মাসে বাঁচবে ১৭ হাজার টাকা!
Howrah-Kolkata: অবাক করেছে বাংলারই একেবারে গায়ে গায়ে থাকা দুই শহর কলকাতা ও হাওড়া। দুই শহরই কলকাতা মেট্রোপলিটন এরিয়া বা কলকাতা মহানগরের মধ্যেই অন্তর্ভুক্ত।

কলকাতায় যাঁরা চাকরি বা ব্যবসা করেন তাঁদের মধ্যে অনেকেই কলকাতা বা শহরতলির মানুষ নন। পশ্চিমবঙ্গের নানা জেলার মানুষই এই শহরে আসেন ভাগ্যের অন্বেষণে। বাইরে থেকে কলকাতায় এসে কেউ থাকেন পেয়িং গেস্ট হিসাবে, কেউ থাকেন নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি ভাড়া নিয়ে।
সম্প্রতি দেশের কোন শহরে থাকতে কেমন খরচ হয়, তা নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিলও। আর সেই সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে তাতে আঁতকে উঠতে পারেন যে কোনও মানুষ। এই সমীক্ষা বলছে ৪ জন সদস্য রয়েছে এমন একটি মধ্যবিত্ত পরিবার বেঙ্গালুরুতে থাকতে গেলে তাদের নূন্যতম ৬৪ হাজার ৫০০ টাকা খরচ হবে। বেঙ্গালুরুর বদলে দিল্লিতে থাকলে খরচ হবে ৫৭ হাজার ৫০০ টাকা। মুম্বইয়ে থাকতে চাইলে মাসিক খরচ হতে পারে ৫৪ হাজার ৫০০ টাকা।
এই তালিকায় সবচেয়ে নীচের দিকে রয়েছে অন্ধ্র প্রদেশের নেলোর, গুজরাটের ভাবনগর, উত্তরাখণ্ডের দেরাদুন ও বাংলার দুর্গাপুর ও আসানসোল। তবে, আসল অবাক করেছে বাংলারই একেবারে গায়ে গায়ে থাকা দুই শহর কলকাতা ও হাওড়া। দুই শহরই কলকাতা মেট্রোপলিটন এরিয়া বা কলকাতা মহানগরের মধ্যেই অন্তর্ভুক্ত।
কলকাতা ও হাওড়া, গঙ্গার দুই পাড়ের দুই শহর। দ্বিতীয় হুগলি সেতু দিয়ে গঙ্গা পার হলে দুই শহরের মধ্যে দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। অন্যদিকে, হাওড়া ব্রিজ দিয়ে গঙ্গা পার হলে, দুই শহরের মধ্যে দূরত্ব মাত্র ৭৫০ মিটার। আর গঙ্গার নীচে দিয়ে মেট্রো করে কলকাতার মহাকরণ মেট্রো থেকে হাওড়া স্টেশন মেট্রো স্টেশনে যেতে সময় লাগে মাত্র ৪ মিনিট ৩০ সেকেন্ড।
যদিও দুই শহরের মন তো একই। কিন্তু খরচ? সমীক্ষায় এই জায়গাতে এসেই চমকাবেন আপনি। ৪ জন সদস্যের একটি মধ্যবিত্ত পরিবার যদি কলকাতায় থাকতে চায়, তাহলে তাদের খরচ হবে প্রায় ৪৪ হাজার ৫০০ টাকা। আর হাওড়ার ক্ষেত্রে এই খরচ প্রায় ২৭ হাজার ৫০০ টাকা। অর্থাৎ, কিলোমিটারের বিচারে মাত্র ৪ কিলোমিটার দূরত্বের জন্য বা সময়ের বিচারে সাড়ে ৪ মিনিট দূরত্বের জন্য রাহা-খরচ বেড়ে যায় প্রায় ১৭ হাজার টাকা।
