PM Modi: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, ভারতে বিনিয়োগের ঘোষণা বিশ্বের তাবড়-তাবড় কোম্পানির

সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন ইন্টেল কর্পোরেশনের সিইও লিপ-বু ট্যান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের সাফল্য বিশ্বজোড়া দৃষ্টান্ত তৈরি করছে। ইন্টেল ভারতের সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

PM Modi: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, ভারতে বিনিয়োগের ঘোষণা বিশ্বের তাবড়-তাবড় কোম্পানির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক Image Credit source: Tv9 Network

Dec 09, 2025 | 10:58 PM

নয়াদিল্লি: দেশের প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত মিলল মঙ্গলবার। বিশ্বের মধ্যে শীর্ষস্থানীয় তিন প্রযুক্তি সংস্থার প্রধানরা একে একে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে। সংশ্লিষ্ট বৈঠকে কীভাবে ভারতে AI-এর ব্যবহার আরও বাড়ানো যায় এবং তা দেশের উন্নতিতে ব্যবহার করা যায় সেই পরিকল্পনা তুলে ধরেন। এটি শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, এদিনের বৈঠকগুলিতে উঠে এসেছে বিলিয়ন-বিলিয়ন ডলারের বিনিয়োগ, নতুন অংশীদারিত্ব এবং দেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণের স্পষ্ট রূপরেখা।

AI–এর খাতে মাইক্রোসফটের রেকর্ড বিনিয়োগ

মাইক্রোসফটের সিইও সত্য নাডেলা জানান, তাদের কোম্পানি ভারতে ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। নাডেলা এটিকে এশিয়ায় মাইক্রোসফটের সবচেয়ে বড় বিনিয়োগ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এই অর্থ মূলত ভারতের ‘AI First Future’ গড়ে তুলতে ব্যয় হবে।

এর ফলে—

  • দেশের এআই অবকাঠামো হবে আরও উন্নত,
  • যুবসমাজের জন্য নতুন প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে
  • এবং প্রযুক্তি ক্ষেত্রে ভারতের স্বনির্ভরতা আরও সুদৃঢ় হবে।

সেমিকন্ডাক্টর উৎপাদনে বড় ঘোষণা ইন্টেলের

সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন ইন্টেল কর্পোরেশনের সিইও লিপ-বু ট্যান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের সাফল্য বিশ্বজোড়া দৃষ্টান্ত তৈরি করছে। ইন্টেল ভারতের সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

সবচেয়ে বড় খবর হল, ইন্টেল ও টাটা গ্রুপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

জানা যাচ্ছে টাটা ইলেকট্রনিক্সের আসন্ন কারখানাগুলিতে ইন্টেলের ডিজাইন করা চিপ ও হার্ডওয়্যার কম্পোনেন্ট ভারতেই উৎপাদন ও প্যাকেজিং করা হবে। এর ফলে দেশের ভেতরেই তৈরি হবে অত্যাধুনিক কম্পিউটার চিপ—যা ভারতকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর উৎপাদনের মানচিত্রে তুলে ধরবে। ‘Make in India for the World’ কর্মসূচির দিকেও এটি বড় ধাপ।

ছোট শহরগুলিতে প্রযুক্তির বিস্তারে কগনিজেন্টের উদ্যোগ

শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে সামনে রেখে কগনিজেন্টের সিইও রবি কুমার ও সিএমডি এস রাজেশ ভেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন। সংস্থাটি জানায়, তারা ভারতের টিয়ার–২ ও টিয়ার–৩ শহরে বড় আকারে সম্প্রসারণ করবে।

  • ছোট শহরের তরুণ–তরুণীরা নিজেদের এলাকাতেই চাকরি ও প্রশিক্ষণের সুযোগ পাবেন,
  • প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর নতুন উদ্যোগ নেওয়া হবে,
  • এবং কর্মসংস্থান সৃষ্টিতে আরও সমতা আসবে।