Microsoft Warns: কর্মীদের সতর্ক করল মাইক্রোসফট, আগামীতে হয়তো হাতে থাকতে পারে শুধু পেনসিলই!
Microsoft, Artificial Intelligence: সত্য নাদেলা স্পষ্ট জানিয়েছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের যুগে মাইক্রোসফটও অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। তার এই আশঙ্কা কোনও সাধারণ ভয় নয়। এই বিষয়টা তাঁকে হন্ট করছে বা তাড়া করে বেড়াচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি টাউনহল মিটিংয়ে কর্মীদের সতর্ক করল মাইক্রোসফট। এই মার্কিন টেক জায়ান্টের সিইও সত্য নাদেলা যা বলেছেন তা শুনে শিউরে উঠতে পারেন অনেকেই। এমনকি মাইক্রোসফটের কর্মচারীরাও আতঙ্কে তাদের ভবিষ্যত নিয়ে।
সত্য নাদেলা স্পষ্ট জানিয়েছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের যুগে মাইক্রোসফটও অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। তার এই আশঙ্কা কোনও সাধারণ ভয় নয়। এই বিষয়টা তাঁকে হন্ট করছে বা তাড়া করে বেড়াচ্ছে বলেও জানিয়েছেন তিনি। নাদেলা বলেছেন, DEC বা Digital Equipment Corporation-এর গল্প। সত্তরের দশকে DEC ছিল টেক দুনিয়ার এক বিশাল নাম। কিন্তু নতুন প্রযুক্তিকে মানিয়ে নিতে না পারার কারণে তারা বাজার থেকে সম্পূর্ণ হারিয়ে যায়।
নাদেলা মনে করেন, মাইক্রোসফটের আজকের বড় বড় ব্যবসাও ভবিষ্যতে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন কর্মীরা কোম্পানির সংস্কৃতিতে পরিবর্তন লক্ষ্য করছেন। সাম্প্রতিক ছাঁটাইয়ের পর এক কর্মী অভিযোগ করেন, মাইক্রোসফট বর্তমানে কর্মীদের জন্য কঠিন ঠাঁই। এমন এক জায়গা যেখানে সহমর্মিতার কোনও জায়গা নেই। যদিও নাদেলা বলছেন, মাইক্রোসফট আরও ভাল করতে পারে এবং আগামীতে তাঁরা আরও ভাল করবেনও।
কিন্তু নাদেলার আসল বার্তা যেন আরও গভীর। কোনও কোম্পানিকে শুধু টিকে থাকলে হয় না, তাকে ভবিষ্যতের বিভিন্ন ঝড়ঝাপ্টার জন্যও তৈরি থাকতে হয়। সময়ের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হলে, ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক যেমন চাপ বাড়াতে পারে, তেমনই নতুন কোনও প্রযুক্তি এক রাতের মধ্যে সব পাল্টে দিতে পারে। DEC ছাড়াও বহু সংস্থার এমন অবস্থা হয়েছে। আর সেই সব সংস্থার ভুল থেকেই শিখতে চান নাদেলা। তাঁর ভয়, যদি মাইক্রোসফটও এআইয়ের দুনিয়ার সাথে নিজেদের খাপ খাওয়াতে না পারে, তাহলে তাদের ভবিষ্যৎও DEC-এর মতোই অন্ধকার হতে পারে।
