AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stock Market: ১ দিনেই ৪ লক্ষ কোটি আয়! এই স্টকগুলো আসলেই যেন টাকার গাছ, আপনিও করেছেন নাকি বিনিয়োগ?

Share Market: মঙ্গলবার শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্সের সূচক ছিল ৮০,৮৪৫.৭৫। ৫৯৮ পয়েন্ট বেড়েছিল সূচক। নিফটি৫০-ও ১৮১ পয়েন্ট বেড়ে ২৪,৪৫৭.১৫ অঙ্কে পৌঁছেছিল। বাজার বন্ধের সময় দেখা যায়, সবথেকে বেশি লাভবান হয়েছে আদানি পোর্ট, এনটিপিসি ও এসবিআই।

Stock Market: ১ দিনেই ৪ লক্ষ কোটি আয়! এই স্টকগুলো আসলেই যেন টাকার গাছ, আপনিও করেছেন নাকি বিনিয়োগ?
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Dec 04, 2024 | 1:37 PM
Share

মুম্বই: বিনিয়োগকারীদের নাকি সময়টা ভাল যাচ্ছে না। শেয়ার বাজারে চলছে মন্দা। তবে মঙ্গলবার রাতারাতি বদলে গেল চিত্রটা। এইচডিএফসি ব্যাঙ্ক, ডিক্সন টেকনোলজি, ওবেরয় রিয়েলটির মতো ২৫১টি স্টক বিনিয়োগকারীদের দিল দারুণ রিটার্ন। একদিনেই আয় হল ১ লক্ষ কোটি টাকা।

মঙ্গলবার শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্সের সূচক ছিল ৮০,৮৪৫.৭৫। ৫৯৮ পয়েন্ট বেড়েছিল সূচক। নিফটি৫০-ও ১৮১ পয়েন্ট বেড়ে ২৪,৪৫৭.১৫ অঙ্কে পৌঁছেছিল। বাজার বন্ধের সময় দেখা যায়, সবথেকে বেশি লাভবান হয়েছে আদানি পোর্ট, এনটিপিসি ও এসবিআই।

এছাড়া ডিক্সন টেকনোলজি, ওবেরয় রিয়েলটি, পিবি ফিনটেক (পলিসি বাজার), ই-ক্লার্কস সার্ভিস, দীপক ফার্টিলাইজারের মতো সংস্থার শেয়ার সূচকও ৫২ সপ্তাহে সর্বোচ্চ সূচকে পৌঁছয়। মঙ্গলবার শেয়ার বাজারে ক্ষতির মুখে পড়েছে ভারতী এয়ারটেল, আইটিসি ও সান ফার্মা।

ইনডেক্সের এই উত্থানের জন্য প্রথম সারিতেই রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, লারসেন অ্যান্ড টুব্রো, এসবিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক, আদানি পোর্টের মতো সংস্থা।

বিএসই মিডক্যাপ ০.৯২ শতাংশ এবং স্মলক্যাপের সূচক ১.০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে বিনিয়োগকারীরা ৩.৮ লক্ষ কোটি টাকা উপার্জন করেন।

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।