AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AADHAAR Card: বাড়ি বদলেছেন? আধার কার্ডে ঠিকানা বদল করে নিন ঘরে বসেই, কীভাবে জানুন

AADHAAR Card Update: আধার কার্ডে ঠিকানা বদল করার জন্য আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। এখন অনলাইনেই আধার কার্ডে ঠিকানা বদল করা যায়। আধারের নিয়ামক সংস্থা, ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI)-র ওয়েবসাইটে এই তথ্য আপডেট করা যায়। 

AADHAAR Card: বাড়ি বদলেছেন? আধার কার্ডে ঠিকানা বদল করে নিন ঘরে বসেই, কীভাবে জানুন
ফাইল চিত্র
| Updated on: Aug 27, 2025 | 7:03 PM
Share

নয়া দিল্লি: সরকারি যেকোনও পরিষেবা হোক বা ব্যাঙ্কের কোনও কাজ, আধার কার্ড থাকা বাধ্যতামূলক। শুধু আধার কার্ড থাকলেই তো চলবে না, তাতে সমস্ত তথ্য, যেমন নাম, মোবাইল নম্বর, ঠিকানা সঠিক থাকা দরকার। যদি কেউ বাড়ি বদল করেন, তাহলে আধার কার্ডেও ঠিকানা বদল করতে হয়। কীভাবে এই কাজ করবেন, জেনে নিন-

আধার কার্ডে ঠিকানা বদল করার জন্য আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। এখন অনলাইনেই আধার কার্ডে ঠিকানা বদল করা যায়। আধারের নিয়ামক সংস্থা, ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI)-র ওয়েবসাইটে এই তথ্য আপডেট করা যায়। 

এর জন্য প্রথমে-

  • ইউআইডিএআই (UIDAI)-র অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ ক্লিক করতে হবে। 
  • এরপর মাই আধার সেকশনে ক্লিক করতে হবে এবং আপডেট ইউর আধার অপশনে ক্লিক করতে হবে।
  • এবার আধার নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করতে হবে।
  • এর পরের ধাপে ঠিকানা আপডেট অপশনে ক্লিক করতে হবে।
  • এবার সঠিকভাবে নতুন ঠিকানাটি লিখুন।
  • নতুন ঠিকানার প্রমাণ হিসাবে ইলেকট্রিসিটি বিল, বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হবে।
  • এবার সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

কী কী নথি লাগবে?

  • নতুন বিদ্যুতের বিল বা জলের বিল
  • প্রপার্টি ট্য়াক্স রিসিট
  • পাসপোর্ট
  • ব্যাঙ্ক পাসবুক বা স্টেটমেন্ট
  •  রেশন কার্ড
  • বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • ভোটার আইডি কার্ড

ঠিকানা পরিবর্তন করার আবেদন জমা হলে ইউআইডিএআই যাবতীয় তথ্য যাচাই করবে। এতে ৭ থেকে ১০ দিন সময় লাগে। তথ্য ভেরিফাই হওয়ার পর নতুন ঠিকানা আপডেট হয়ে যাবে। ই-আধার ডাউনলোড করে নিতে পারবেন।