Mukesh Ambani: শুধু ক্রিকেট টিম নয়! নতুন রূপে ‘খেলার ময়দানে’ নামলেন মুকেশ অম্বানি
Mukesh Ambani: তবে নতুন বছরে যে শুধু বৈদ্যুতিক সাইকেল তৈরির কাজেই নেমেছে রিলায়েন্স, এমনটা নয়। সম্প্রতি, জিও-বাইক তৈরির ঘোষণার পরেই বাজারে নিজেদের প্রথম স্পোর্টস ড্রিঙ্কও নিয়ে এসেছে রিলায়েন্স। নাম দিয়েছে 'স্পিনার'।

নয়াদিল্লি: ভারতের প্রতিটি সেক্টরেই দাঁত বসাচ্ছে জিও। সম্প্রতি, বাজারে নিজেদের প্রথম বৈদ্যুতিক সাইকেল, জিও বাইক আনার ঘোষণা করেছে তারা। তারপর থেকেই চাপে পড়ে গিয়েছে, Ola-এর মতো ইলেকট্রিক বাইক নির্মাতা কোম্পানিগুলি। সূত্রের খবর, বাজারে ই-সাইকেল নিয়ে আসার পরই নিজেদের ইলেকট্রিক বাইকও আনবে মুকেশ অম্বানির সংস্থা।
তবে নতুন বছরে যে শুধু বৈদ্যুতিক সাইকেল তৈরির কাজেই নেমেছে রিলায়েন্স, এমনটা নয়। সম্প্রতি, জিও-বাইক তৈরির ঘোষণার পরেই বাজারে নিজেদের প্রথম স্পোর্টস ড্রিঙ্কও নিয়ে এসেছে রিলায়েন্স। নাম দিয়েছে ‘স্পিনার’।
কী এই স্পোর্টস ড্রিঙ্ক?
স্পোর্টস ড্রিঙ্কের কাজ অনেকটা এনার্জি ড্রিঙ্কের মতোই। কিন্তু এনার্জি ড্রিঙ্ক যেখানে শুধুমাত্র শরীর বাড়তি জোর প্রদানের কাজ করে থাকে, সেখানে দাঁড়িয়ে স্পোর্ট ড্রিঙ্ক খেলোয়াড়ের শরীরকে রোদ-তাপে হাইড্রেট বা শরীরের জল-টান কমাতে সাহায্য করে থাকে।
ভারতের বাজারে অন্যান্য স্পোর্ট ড্রিঙ্ক
বর্তমানে ভারতের মোট স্পোর্ট ড্রিঙ্কের বাজার মূলধন প্রায় সাড়ে ৬০০ কোটি টাকার কাছাকাছি। যা আগামী ২০৩০ সালের মধ্যে দ্বিগুণ বাড়তে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। আর সেই বাজারে স্পোর্টস ড্রিঙ্ক বিক্রেতা বলতে রয়েছে মাত্র দু’জন পেপসিরকো-র গেটোরেড ও কোকা কোলার পাওয়াররেড। পেপসিকো যেখানে তার বোতল প্রতি স্পোর্ট ড্রিঙ্ক বিক্রি করে থাকে ২০ টাকা। সেখানে কোকা কোলা আবার বিক্রি করে ৫০ টাকা প্রতি বোতল।
কিন্তু দামের নিরিখে এই দুই প্রতিদ্বন্দ্বীকেই বড় টেক্কা দিতে চলেছেন মুকেশ অম্বানি। জানা গিয়েছে, মাত্র ১০ টাকা প্রতি বোতলেই মিলবে রিলায়েন্সের তৈরি এই ‘স্পিনার’। তবে অম্বানির এই নতুন পণ্য কিন্তু আত্মপ্রকাশের দিনে কোনও ভারতীয় ক্রিকেটারকে ফিচার করেনি। বরং তার পরিবর্তে শ্রীলঙ্কার ক্রিকেট জগতের তারকা মুথিয়া মুরলিথরনকে নিয়ে নিজেদের প্রথম স্পোর্ট ড্রিঙ্ক বাজারে নিয়ে আসেন অম্বানি।





