Mukesh Ambani, Tax: মরিশাসের জিডিপির থেকেও বেশি কর ভারত সরকারকে দেয় Reliance!
Reliance Industries: রিলায়েন্স চাইলেই করের টাকায় প্রতিদিন ৫টা করে বন্দে ভারত কিনতে পারে। পাকিস্তান ২০২৪ অর্থবর্ষে যা কর আদায় করেছে, তার থেকেও বেশি কর দিয়েছে রিলায়েন্স।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মুকেশ অম্বানির সংস্থা ভারত সরকারকে শেষ অর্থবর্ষে কত টাকা কর দিয়েছে জানেন? শুনলে কপালে উঠবে চোখ! এই অর্থ মরিশাস বা প্যালেস্টাইনের নমিনাল জিডিপির থেকেও বেশি কর ভারত সরকারকে দিয়েছে রিলায়েন্স। ২০২৪ অর্থবর্ষে মোট ১ লক্ষ ৮৬ হাজার কোটি টাকা কর দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
ভারত সরকার যদি সব মিলিয়ে ১০০ টাকা উপার্জন করে কর থেকে তাহলে তার মধ্যে ৫ টাকা কর দেয় মুকেশ অম্বানির সংস্থা। এই করের অঙ্ক যে ঠিক কতটা তা বোঝা যাবে এই অঙ্ক থেকে। রিলায়েন্স প্রতি দিন ৫১০ কোটি টাকা কর দিয়েছে ২০২৪ অর্থবর্ষে। যা প্রতি ঘণ্টায় ২১ কোটি টাকা। আর প্রতি ৩ মিনিটে যা কর রিলায়েন্স দিয়েছে, তাতে ১টা স্কুল, ব্রিজ বা মেট্রো লাইন তৈরি করা যায়।
রিলায়েন্স চাইলেই করের টাকায় প্রতিদিন ৫টা করে বন্দে ভারত কিনতে পারে। অ্যামাজন, গুগল, ফেসবুক বা অ্যাপেলের মতো মার্কিন মেগা ক্যাপ সংস্থাগুলো সম্মিলিত ভাবে যা কর ভারত সরকারকে দেয়, তার থেকেও বেশি কর দিয়েছে দেশের সবচেয়ে বড় এই সংস্থা।
পাকিস্তান ২০২৪ অর্থবর্ষে যা কর আদায় করেছে, তার থেকেও বেশি কর দিয়েছে রিলায়েন্স। আরও একটা অবাক করা তথ্য রয়েছে। দৈনিক ৫১০ কোটি টাকা কর দিয়েছে রিলায়েন্স। যা নাকি জোম্যাটো, নাইকা ও পেটিএমের দৈনিক মিলিত আয়ের চেয়েও বেশি।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ১৯ লক্ষ ৪৬ হাজার ৭৮১ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ৫১.৪৭ টাকা। প্রাইস টু আর্ন রেসিও ২৭.৯৫ যা ইন্ডাস্ট্রি পিইর তুলনায় কিছুটা হলেও বেশি।





