AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tata-Ambani: এক সপ্তাহে দাম বাড়ল ১ লক্ষ কোটির বেশি, লাভবান হলেন টাটা-অম্বানি!

TCS-Reliance Industries: গত সপ্তাহে, বিএসইতে লিস্টেড সংস্থাগুলোর মধ্য শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টির মার্কেট ক্যাপ ১ লক্ষ ১৮ হাজার কোটি টাকা বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে রিলায়েন্স ও টিসিএসের শেয়ারের দাম।

Tata-Ambani: এক সপ্তাহে দাম বাড়ল ১ লক্ষ কোটির বেশি, লাভবান হলেন টাটা-অম্বানি!
| Updated on: Apr 27, 2025 | 6:03 PM
Share

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই ধীরে ধীরে বেড়েছে নিফটি আর সেনসেক্সে। ২০ দিনে ১০ শতাংশের বেশি বেড়েছে এই দুই সূচকই। গত সপ্তাহে, বিএসইতে লিস্টেড সংস্থাগুলোর মধ্য শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টির মার্কেট ক্যাপ ১ লক্ষ ১৮ হাজার কোটি টাকা বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে রিলায়েন্স ও টিসিএসের শেয়ারের দাম। ফলে এর সুবিধা পেয়েছেন এই দুই সংস্থায় বিনিয়োগকারীরা।

গত ১টি সপ্তাহে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা কন্সাল্টেন্সি সার্ভিসেস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইনফোসিস ও আইটিসির মার্কেট ক্যাপ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পড়েছে, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স এবং হিন্দুস্থান ইউনিলিভারের শেয়ারের দাম। গত ১ সপ্তাহে টিসিএসের শেয়ারের দাম বেড়েছে ১৪৩ টাকা। অন্যদিকে, ৭ এপ্রিলের পর থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বেড়েছে ১৪৩ টাকার বেশি।

ইনফোসিসের বর্তমান মার্কেট ক্যাপ ৬ লক্ষ ১৪ হাজার ৭৬৬ কোটি টাকা। গত ৭ দিনে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৭০ টাকা। গত ১ মাসে ৭৯ টাকা বেড়েছে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দামও।

অন্যদিকে, পড়েছে বেশ কয়েকটি সংস্থার শেয়ারের দাম। পড়েছে ভারতী এয়ারটেলের শেয়ারের দাম। এ ছাড়াও করেছে হিন্দুস্থান ইউনিলিভারের মার্কেট ক্যাপও। এ ছাড়াও গত ১ মাসের মধ্যে পড়েছে বাজাজ ফাইন্যান্স ও আইসিআইসিআই ব্যাঙ্কের মার্কেট ক্যাপ।

ভারতের বাজারে গত দুই সপ্তাহের ওঠাপড়ার পরও মার্কেট ক্যাপের বিচারে ভারতের সবচেয়ে বড় সংস্থা হিসাবে প্রথম স্থান ধরে রেখেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এর পর রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা কন্সাল্টেন্সি সার্ভিসেস, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহে ভারতের শেয়ার বাজারের একটা সতর্কতার পরিবেশ বিরাজ করছে। আইটি সূচক আরও খানিকটা নামতে পারে। ফলে তার প্রভাব দেখা যেতে পারে নিফটি ৫০ সূচকেও। বর্তমান পরিস্থিতিতে ভারতের বাজারে পড়তে পারে পাকিস্তানের সঙ্গে বর্তমান পরিস্থিতির আঁচও। ফলে, এই বাজারে বিনিয়োগ করা এই মুহূর্তে বেশ কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে, বলাই বাহুল্য।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।