কাটল ‘লালের ফাঁড়া’, ছন্দে ফেরা Market-এ কোন Mutual Fund বিনিয়োগ হবে বুদ্ধিমানের কাজ? বাছাই করলেন বিশেষজ্ঞরা
Mutual Fund: কিন্তু যারা এখনও টাকা বিনিয়োগ করেননি, তারা কী করবেন? তাদের জন্য বিশেষ চার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: গতি পেয়েছে মিউচুয়াল ফান্ড। শেয়ার বাজার আবার নিজের ছন্দে ফিরতেই বেড়েছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। টাকা যে সত্যিই বাড়ছে, হারিয়ে যাওয়া সেই বিশ্বাস ফের ফিরে এসেছে মানুষের মনে। কিন্তু যারা এখনও টাকা বিনিয়োগ করেননি, তারা কী করবেন? তাদের জন্য বিশেষ চার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
নিপ্পোন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড (Nippon India Small Cap Fund)
বিশেষজ্ঞরা বলছেন, যদি অল্প সময়ে লাভের গুড় খেতে হয় তবে নিপ্পোনের সম্ল ক্যাপ সেই তালিকায় রয়েছে শীর্ষে। আগেও বিনিয়োগকারীদের দিয়ে লাভ। দিচ্ছে এখনও। গতকাল পর্যন্ত নিপ্পোন ৩ বছরে ২২.২১ শতাংশ রিটার্ন দিয়েছে। এক বছরে দিয়েছে ০.৮৪ শতাংশ।
এইচডিএফসি মিডক্যাপ ফান্ড (HDFC Mid Cap)
ঝুঁকি নেওয়া ক্ষমতা রয়েছে, কিন্তু খুব একটা নিতে চান না। সেক্ষেত্রে মিড ক্য়াপ তালিকায় এই ফান্ডকেই শীর্ষে রাখছে বিশেষজ্ঞরা। গত ৩ বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে প্রায় ২৫.২৩ শতাংশ। ১ বছরে রিটার্ন ৯.৩৯ শতাংশ।
নিপ্পোন ইন্ডিয়া গ্রোথ ফান্ড (Nippon India Growth Fund)
লার্জ ক্যাপ ফান্ডের তালিকায় বিশেষজ্ঞদের নজরে শীর্ষে এই ফান্ড। BSE ও NSE আওতাভুক্ত বিভিন্ন সেক্টরের শেয়ারের মধ্যেই বিনিয়োগ করে থাকে এই ফান্ডটি। যার জেরে কমে ক্ষতি হওয়ার সম্ভবনা। গত ৩ বছরে এই ফান্ডের রিটার্ন ২৪.৩৮ শতাংশ। ১ বছরে রিটার্ন ১০.৯৪ শতাংশ।
আইসিআইসিআই প্রুডেনশিয়াল ইক্যুইটি অ্যান্ড ডেব্ট ফান্ড (ICICI Prudential Equity & Debt Fund)
হাইব্রিড ফান্ডের মধ্যে বোঝদারদের পছন্দের তালিকায় শীর্ষে এই ফান্ড। শেয়ার বাজারে উত্থান-পতনে যাদের ভয়। তাদের জন্য এই ফান্ডকেই সেরা নির্বাচন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, তাতে এর উপর বিশেষ কোনও প্রভাব পড়ে না। গত তিন বছরে এই ফান্ডের মোট রিটার্ন ২৩.১৫ শতাংশ। টানাপোড়েনের এক বছরে ১১.০২ শতাংশ।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

