PM Kishan Nidhi: পিএম কিষাণ প্রকল্পের ১৪ তম কিস্তির টাকা দেওয়া শুরু, উপকৃত হবেন ৯ কোটি কৃষক
PM Kishan Nidhi: যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনি কৃষকের অফিসিয়াল ইমেল আইডি pmkisan-ict@gov.in-এ যোগাযোগ করতে পারেন।
নয়া দিল্লি: অপেক্ষার অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বৃহস্পতিবার রাজস্থান থেকে প্রধানমন্ত্রী কিষাণ নিধির (PM Kishan Nidhi) ১৪ তম কিস্তির সূচনা করেছেন। অর্থাৎ কিষাণ সম্মান নিধির ২০০০ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এর ফলে উপকৃত হয়েছেন ৯ কোটি কৃষক। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৩ তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। কিষাণ নিধির সুবিধা আপনি পাচ্ছেন কিনা, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা কীভাবে দেখবেন, সে বিষয়ে এখানে বিস্তারিত জানানো হল।
এভাবে পিএম কিষাণ নিধির তালিকা দেখুন
১) পিএম কিষাণ ওয়েবসাইটে যান। ২) সুবিধাভোগী তালিকায় ক্লিক করুন। ৩) রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রামের মতো বিবরণ লিখুন এবং রিপোর্টে ক্লিক করুন। ৪) আপনার সামনে সুবিধাভোগীদের তালিকা খুলবে। এখানে আপনি আপনার নাম লিখে জানতে পারবেন।
এইভাবে ব্যালেন্স চেক করতে পারেন
পিএম কিষাণ নিধির ১৪ তম কিস্তির টাকা সরকারের তরফে পাঠানো হয়েছে এবং এটি অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছে৷ এমন পরিস্থিতিতে আপনি নিশ্চয়ই ব্যাঙ্ক থেকে কিস্তির বার্তা পেয়েছেন। এ ছাড়া সুবিধাভোগীদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে সরকারের পক্ষ থেকে কিস্তি ছাড়ার মেসেজ পাঠানো হয়েছে। ২)আপনি যদি কোনও কারণে মেসেজটি চেক করতে না পারেন, তাহলে নিকটস্থ ATM মেশিন থেকে আপনার ব্যালেন্স বা মিনি স্টেটমেন্ট বের করে আপনার অ্যাকাউন্টে ১৪ তম কিস্তি এসেছে কি না তা জানতে পারবেন। ৩) আপনার যদি এটিএম কার্ড না থাকে, তাহলে আপনি আপনার নিকটস্থ ব্যাঙ্কের শাখায় গিয়ে আপনার পাসবুক প্রিন্ট করে দেখতে পারেন। ৪) আপনার কাছে ব্যাঙ্কের একটি মিসড কল নম্বর থাকবে। এতে মিসড কল দিয়ে আপনি আপনার মোট ব্যালেন্স জানতে পারবেন। তখনই আপনি পিএম কিষাণ নিধির কিস্তির টাকা পেয়েছেন কি না তা জানতে পারবেন।
মোদী সরকার কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণ নিধির ১৪ তম কিস্তি হিসাবে ২০০০ টাকা পাঠিয়েছে। কিন্তু আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনি কৃষকের অফিসিয়াল ইমেল আইডি pmkisan-ict@gov.in-এ যোগাযোগ করতে পারেন। এছাড়াও, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার হেল্পলাইন নম্বর- 1155261 বা 1800115526 (টোল ফ্রি) বা 011-23381092-এও যোগাযোগ করা যেতে পারে।