AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nari Shakti Account: ‘নারী শক্তি’ অ্যাকাউন্ট খোলা যাবে এই ব্যাঙ্কে, কী কী সুবিধা মিলবে?

Nari Shakti Account: এই স্কিমের আওতায় প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ১০ টাকা করে সিএসআর ফান্ডে দেবে ব্যাঙ্ক, সেই টাকা প্রান্তিক মহিলাদের উন্নয়নের কাজে লাগানো হবে।

Nari Shakti Account: 'নারী শক্তি' অ্যাকাউন্ট খোলা যাবে এই ব্যাঙ্কে, কী কী সুবিধা মিলবে?
মহিলাদর জন্য বিশেষ অ্যাকাউন্টImage Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 6:14 AM
Share

নয়া দিল্লি: বিভিন্ন ক্ষেত্রে মহিলারা এগিয়ে থাকলেও আজও অর্থনৈতিক দিক থেকে অনেক মহিলাকেই অপরের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। নিজে উপার্জন না করলে নির্ভর করা ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু বর্তমান যুগে নিজস্ব একটা স্বাস্থ্য বীমা বা ক্রেডিট কার্ড থাকলে সুবিধা হয় অনেক। ১৮ বছর বা তার বেশি বয়স হলেই যাতে মহিলারা অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সে কথা মাথায় রেখেই এই বিশেষ স্কিম চালু করেছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ‘ব্যাঙ্ক অব ইন্ডিয়া’ (Bank Of India)।

ব্যাঙ্কের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নারী শক্তি স্কিমটা এই কারণে আনা হয়েছে যাতে একজন মহিলা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। আরও জানানো হয়েছে যে এই স্কিমের আওতায় প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ১০ টাকা করে সিএসআর ফান্ডে দেবে ব্যাঙ্ক, সেই টাকা প্রান্তিক মহিলাদের উন্নয়নের কাজে লাগানো হবে।

এই স্কিমে সেভিংস অ্যাকাউন্ট খুললে পাওয়া যাবে ১ কোটি টাকার দুর্ঘটনা বীমা, কম খরচে মিলবে স্বাস্থ্য বীমাও। এছাড়া লকার নেওয়ার ক্ষেত্রেও মিলবে আকর্ষণীয় ছাড়। রিটেল লোন নেওয়ার ক্ষেত্রে পাওয়া যাবে সুবিধা, বিনামূল্যে মিলবে ক্রেডিট কার্ড যার লিমিট হবে সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত।

দেশ জুড়ে থাকা ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ৫ হাজার ১৩২টি শাখায় এই অ্যাকাউন্ট খোলা যাবে বলে জানানো হয়েছে।