হঠাৎ টাকার দরকার, লোন নেবেন! PPF Loan নাকি Personal Loan, কোনটা আপনার জন্য সঠিক?
PPF Loan Vs Personal Loan: PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বিপরীতে ঋণ, আর পার্সোনাল লোন। আর এই দুই ভাবেই আপনি খুব তাড়াতাড়ি আর খুব সহজে টাকা পাবেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে এই দুই প্রকারের খরচ, ঝুঁকি ও সুবিধার মধ্যে রয়েছে আকাশ ও পাতালের মতো পার্থক্য।

হঠাৎ টাকার প্রয়োজন হলে দুটো এমন উপায় রয়েছে, যেখানে সহজে ঋণ পাওয়া যায়। প্রথম, PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বিপরীতে ঋণ, আর দ্বিতীয়, পার্সোনাল লোন। আর এই দুই ভাবেই আপনি খুব তাড়াতাড়ি আর খুব সহজে টাকা পাবেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে এই দুই প্রকারের খরচ, ঝুঁকি ও সুবিধার মধ্যে রয়েছে আকাশ ও পাতালের মতো পার্থক্য।
PPF-এর বদলে ঋণ কম ঝুঁকিপূর্ণ
পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বিনিময়য়ে নেওয়া ঋণের সুদের হার খুব কম, মাত্র ৭.১ শতাংশ। প্রভিডেন্ট ফান্ডের যা সুদ, তার থেকে এই সুদের হার সামান্য বেশি। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যে টাকা আপনি জমিয়েছেন, তার ২৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই টাকা শোধ করার জন্য আপনার হাতে থাকবে তিন বছর সময়। আবার যেহেতু এই ঋণ আপনার সঞ্চয়ের বিনিময়ে নেওয়া, তাই ঝুঁকি প্রায় নেই বললেই চলে। আবার আপনার পাবলিক প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টও সুদ পেতে থাকে।
পার্সোনাল লোনের সুবিধা কী?
পার্সোনাল লোন হল ঝুঁকিপূর্ণ ঋণ। এই ধরনের লোনের জন্য কোনও সঞ্চয় জমা রাখতে হয় না। আপনার বেতন ও ক্রেডিট হিস্ট্রির উপর ভিত্তি করে আপনি লক্ষ লক্ষ টাকার পার্সোনাল লোন নিতে পারেন। আর এর সুদের হার বেশিরভাগ ক্ষেত্রেই শুরু হয় ১০ শতাংশের উপর থেকে। যা অনেকটা বেশি। তবে, যে কোনও কারণে এই ধরনের লোন আপনি নিতে পারেন। সাধারণত এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত মেয়াদের পার্সোনাল লোন নেওয়া যায়।
আপনার জন্য কোনটা ভাল?
যদি আপনার টাকার প্রয়োজন কম হয় এবং অল্প সময়ের জন্য লাগে, তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বদলে লোন নেওয়াই বুদ্ধিমানের কাজ। এটি কম ব্যয়বহুল এবং আপনার ওপর চাপ কম থাকে। কিন্তু প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষ হতে পারে।
যদি বেশি টাকার দরকার হয় বা আপনি ঋণের টাকা কীভাবে ব্যবহার করবেন, সেই স্বাধীনতা চান, তবে পার্সোনাল লোন ভাল। এই লোন দ্রুত পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, পার্সোনাল লোনের ক্ষেত্রে বেশি সুদের বোঝা আপনার ঘাড়ে চাপবে। সময় মতো কিস্তি না দিলে ক্রেডিট স্কোর খারাপ হতে থাকবে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেন, ঋণের পরিমাণ, কত তাড়াতাড়ি টাকা চাই এবং আপনি কত বেশি সুদ দিতে সক্ষম, সেই সব দিক বিবেচনা করেই আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত।
কোথাও থেকে কোনও ঋণ নিতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা ঋণ নেওয়া নিয়ে কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও ঋণের ক্ষেত্রেই একটা ঝুঁকি রয়েছে। ফলে, আগে ঋণ নেওয়ার আগে সেই সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।
