NHAI on FASTag: টোল পেরোতে আর খরচ নয়, উল্টে আপনিই পাবেন হাজার টাকা!
Toll Plaza: দেশের জাতীয় সড়ক অথরিটি বা এনএইচএআই নতুন এক উদ্যোগ নিয়েছে। তারা জানিয়েছে, কোনও টোল প্লাজায় নোংরা শৌচালয় দেখলে, তার ছবি তুলে সেই সম্পর্কে এনএইচএআইকে অবগত করলেই তারা যিনি ছবি তুলেছেন তাঁর FASTag অ্যাকাউন্টে জমা পড়ে যাবে কড়কড়ে ১ হাজার টাকা।

জাতীয় সড়ক দিয়ে যখন আপনি যান, তখন নির্দিষ্ট একটা দূরত্ব পার হওয়ার পর আপনাকে টোল দিতে হয়। এ ছাড়াও বিভিন্ন ব্রিজ বা সুড়ঙ্গ পেরোতেও কখনও কখনও দিতে হয় টোল। কিন্তু টোলে গিয়ে টোল দেওয়ার বদলে কখন ভেবেছেন কি টোল প্লাজাই আপনাকে টাকা দেবে? আপনি ভাবছেন এমন আবার হয় নাকি? আজ্ঞে হ্যাঁ, এমন হয়। আমাদের দেশেই হয়।
দেশের জাতীয় সড়ক অথরিটি বা এনএইচএআই নতুন এক উদ্যোগ নিয়েছে। তারা জানিয়েছে, কোনও টোল প্লাজায় নোংরা শৌচালয় দেখলে, তার ছবি তুলে সেই সম্পর্কে এনএইচএআইকে অবগত করলেই তারা যিনি ছবি তুলেছেন তাঁর FASTag অ্যাকাউন্টে জমা পড়ে যাবে কড়কড়ে ১ হাজার টাকা। আর এই প্রকল্প চালু থাকবে ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত।
কীভাবে পাবেন এই টাকা?
- প্রথমে মোবাইলে ‘Rajmargyatra’ অ্যাপের লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে হবে।
- এরপর টোল প্লাজার নোংরা শৌচালয়ের একটি স্পষ্ট, জিও-ট্যাগ করা ছবি তুলতে হবে।
- অ্যাপে গিয়ে আপনার নাম, মোবাইল নম্বর এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর জায়গা মতো বসিয়ে ওই ছবিটি আপলোড করে দিতে হবে।
- আপনার অভিযোগ যাচাই হওয়ার পরেই আপনার FASTag অ্যাকাউন্টে ১০০০ টাকা ঢুকে যাবে।
কোনও শর্ত রয়েছে কি?
এই বিষয়টায় অবশ্যই কয়েকটি শর্ত রয়েছে। একটি গাড়ি পিছু একবারই পাওয়া যাবে এই পুরস্কার। এ ছাড়াও একটি শৌচালয়ের জন্য দিনে একবারই পুরষ্কৃত করা হবে আপনাকে। অর্থাৎ, একাধিক ব্যক্তি একই জায়গার ছবি পাঠালেও যিনি প্রথম ছবি পাঠাবেন, পুরস্কার কিন্তু তিনিই পাবেন।
