AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nirmala Sitharaman: ভারতে ইতিহাসে প্রথমবার… জুলাইতেই রেকর্ড গড়ছেন নির্মলা সীতারামন!

Budget 2024: পরপর ৫ বার বাজেট পেশ করে আগেই মনমোহন সিং, অরুণ জেটলি, পি চিদম্বরম ও যশবন্ত সিনহার রেকর্ড ভেঙেছেন নির্মলা। আর একটানা ৬টি বাজেট পেশ করার রেকর্ড ছিল মোরারজি দেশাইয়ের।

Nirmala Sitharaman: ভারতে ইতিহাসে প্রথমবার... জুলাইতেই রেকর্ড গড়ছেন নির্মলা সীতারামন!
নির্মলা সীতারামনImage Credit: twitter
| Updated on: Jun 20, 2024 | 11:12 PM
Share

নয়া দিল্লি: একসময় রাজনীতির সঙ্গে তেমন কোনও যোগ ছিল না নির্মলা সীতারামনের। আর আজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রক তাঁর দায়িত্বে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্মলা পড়াশোনা ও কর্মসূত্রে দীর্ঘদিন দেশের বাইরে থেকেছেন। সেই নির্মলা সীতারামন এবার আরও এক নজির গড়তে চলেছেন।

সব ঠিক থাকলে আগামী জুলাই মাসে পেশ করা হতে পারে সাধারণ বাজেট। নতুন সরকার গঠনের পর এটাই হবে প্রথম বাজেট। ফলে, সেই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে। অর্থমন্ত্রী হিসেবে এবার সপ্তম সাধারণ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন। দেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবে এই রেকর্ড থাকবে নির্মলার ঝুলিতে।

এর আগে প্রাক্তন অর্থমন্ত্রী মোরারজি দেশাই একটানা ৬ বার বাজেট পেশ করেছিলেন। এবার সেই রেকর্ডই ভাঙচে চলেছেন সীতারামন। ২০১৪, ২০১৯ ও ২০২৪- তিনবারই মোদী সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন নির্মলা। গত ১২ জুন অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।

পরপর ৫ বার বাজেট পেশ করে আগেই মনমোহন সিং, অরুণ জেটলি, পি চিদম্বরম ও যশবন্ত সিনহার রেকর্ড ভেঙেছেন নির্মলা। আর একটানা ৬টি বাজেট পেশ করার রেকর্ড ছিল মোরারজি দেশাইয়ের। তবে সব মিলিয়ে মোট ১০ বার বাজেট পেশ করেছিলেন দেশাই। তিনি ছিলেন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী।