Old Tax Regime: ১২ লাখ কর ছাড় নতুন নিয়মে, পুরনো আয়কর কাঠামো কি তাহলে উঠে গেল?
Union Budget 2025: অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটের ঘোষণায় একবারও শোনা যায়নি পুরনো কর কাঠামোর কথা। বাজেটপত্রেও উল্লেখ নেই। তবে কি গোপনেই পুরনো আয়কর কাঠামো তুলে দিল সকার?

নয়া দিল্লি: কেন্দ্রীয় বাজেটে আয়করে বড় ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক উপার্জন হলে দিতে হবে না কোনও কর। তার উপরে স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে ৭৫ হাজার টাকা। তবে এই সব ছাড়ই মিলবে নতুন কর কাঠামোয়। যারা এই কাঠামোয় কর দেন, তারাই সুবিধা পাবেন। এই ঘোষণার পরই অনেকের মনে প্রশ্ন, তাহলে কী পুরনো কর কাঠামো উঠে গেল?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটের ঘোষণায় একবারও শোনা যায়নি পুরনো কর কাঠামোর কথা। বাজেটপত্রেও উল্লেখ নেই। তবে কি গোপনেই পুরনো আয়কর কাঠামো তুলে দিল সকার? সাধারণ মানুষের এই প্রশ্নের উত্তর দিয়েছেন অর্থমন্ত্রী নিজেই। বাজেটের দিন বিকালেই তিনি বলেন, “ভুল খবর, যদি এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হত, তবে অবশ্যই ঘোষণা করতাম”। নতুন যে আয়কর বিল পেশ করার কথা বলেছেন অর্থমন্ত্রী, তাও সংসদে পেশ করেই আইনে পরিণত করা হবে।
সরকারি আধিকারিকরা এরপর জানান, বর্তমানে করদাতাদের মধ্যে ৭৫ শতাংশই নতুন কর কাঠামোয় আয়কর দিচ্ছেন। অর্থাৎ সরকার পুরনো কর কাঠামো তুলে দেবে না। বরং করদাতারা সম্পূর্ণভাবে নতুন কর কাঠামোয় চলে এলে, পুরনো ওই কাঠামো এমনিই অবলুপ্ত হয়ে যাবে।
পুরনো কর কাঠামো-
পুরনো কর কাঠামোর প্রধান সুবিধা হল এতে করদাতারা বাড়িভাড়া, জীবনবিমা, প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ ও স্বাস্থ্যবিমায় করছাড়ের সুবিধা পেতেন। পুরনো কর কাঠামোয় এই ছাড়গুলি বাদ দেওয়ার পর আয়করের হিসাব করা হত। এই কর কাঠামো হল –
২.৫ লাখ পর্যন্ত উপার্জন- শূন্য
২.৫ লাখ থেকে ৩ লাখ পর্যন্ত উপার্জনে- ৫ শতাংশ আয়কর
৩ থেকে ৫ লাখ আয়ে- ৫ শতাংশ আয়কর
৫ থেকে ১০ লাখ আয়ে- ২০ শতাংশ আয়কর
১০ লাখ টাকার উপরে আয়ে- ৩০ শতাংশ আয়কর
নতুন কর কাঠামো-
২০২০-২১ অর্থবর্ষে নতুন আয়কর কাঠামো আনে সরকার। এই কর কাঠামোতেই জোর দিচ্ছে সরকার। নতুন কর কাঠামো অনুযায়ী-
৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- কোনও কর নেই।
৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ৫ শতাংশ আয়কর
৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ১০ শতাংশ আয়কর
১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২০ শতাংশ আয়কর
২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২৫ শতাংশ আয়কর
২৪ লক্ষ টাকার উপরে আয়ে- ৩০ শতাংশ আয়কর