Income Tax: ৪ লাখে আয়কর নাকি ১২ লাখের উপরে? মধ্যবিত্ত কনফিউজড, আসল হিসাবটা বুঝে নিন
Income Tax Calculation: বাজেট ঘোষণায় তো অর্থমন্ত্রী বললেন যে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। তাহলে ৪ লক্ষ টাকা থেকে আয়কর বসছে কীভাবে?

নয়া দিল্লি: মধ্যবিত্তদের জন্য বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করেছে সরকার। আয়কর নিয়ে বড় স্বস্তি দেওয়া হয়েছে। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে সম্পূর্ণ কর ছাড় ঘোষণা করা হয়েছে। কিন্তু নতুন আয়কর কাঠামো যদি দেখতে যান, সেখানে বড় বড় হরফে লেখা, ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে না হলেও, ৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর বসবে ৫ শতাংশ। তাহলে অর্থমন্ত্রীর যে ঘোষণা? কত টাকা আয় থেকে আসলে আয়কর দিতে হবে?
অর্থমন্ত্রী নতুন যে কর কাঠামো ঘোষণা করেছেন, সেই অনুযায়ী ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। এর পরের স্ল্যাব হল ৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ের। এই স্ল্যাবে ৫ শতাংশ আয়কর বসছে। তারপর ৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের স্ল্যাবে ১০ শতাংশ আয়কর দিতে হবে।
যাদের আয় ১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত, তারা ২০ শতাংশ আয়করের স্ল্যাবে পড়ছেন। ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় যাদের, তাদের নতুন কর কাঠামোয় ২৫ শতাংশ আয়কর দিতে হবে। সর্বাধিক কর হল ৩০ শতাংশ। বছরে ২৪ লক্ষ টাকার উপরে আয় যাদের, তাদের ৩০ শতাংশ আয়কর দিতে হবে।
এদিকে, বাজেট ঘোষণায় তো অর্থমন্ত্রী বললেন যে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। তাহলে ৪ লক্ষ টাকা থেকে আয়কর বসছে কীভাবে?
আয়কর কাঠামোর সহজভাবে বলতে গেলে, ১২ লাখ টাকা পর্যন্ত কোনও কর নেই। এর বেশি বার্ষিক আয় হলে, কোন স্ল্যাবে কত টাকা কর দিতে হবে, তা-ই ভাগ করে দেওয়া রয়েছে। অর্থাৎ কারোর যদি ১৪ লক্ষ টাকা আয় হয়, তবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্ল্যাবে বিভিন্ন হারে কর ধার্য করা হবে। সব মিলিয়ে মোট যে অঙ্কটা দাঁড়াবে, তা-ই আয়কর।
আরও ভালভাবে বুঝতে গেলে কষতে হবে আয়করের অঙ্ক। ধরা যাক, এক ব্যক্তির বার্ষিক আয় ১৮ লক্ষ টাকা হয়, তবে তাকে প্রথম ৪ লক্ষ টাকা উপার্জনে কোনও কর দিতে হবে না। এরপরের স্ল্যাব অর্থাৎ ৪ থেকে ৮ লাখ, সেখানে ৫ শতাংশ কর দিতে হবে। ৪ লাখের ৫ শতাংশ হিসাবে ২০ হাজার টাকা আয়কর দিতে হবে।
দ্বিতীয় ধাপে, ৮ থেকে ১২ লাখ স্ল্যাবে রয়েছে ১০ শতাংশ কর। এই স্ল্যাবে ৪ লাখের ১০ শতাংশ হিসাবে ৪০ হাজার টাকা আয়কর দিতে হবে। ১২ থেকে ১৬ লাখের স্ল্যাবে ১৫ শতাংশ করের হিসাবে আয়কর দিতে হবে ৬০ হাজার টাকা। বাকি যে ২ লক্ষ টাকা থাকছে, তা ২০ শতাংশ করের হিসাবে পড়বে। এই স্ল্যাবে ৪০ হাজার টাকা আয়কর দিতে হবে। সব মিলিয়ে ওই ব্যক্তিকে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা আয়কর দিতে হবে।