FMCG আর আয়ুর্বেদিক পণ্য নয়, এবার Credit Card অফার করছে Patanjali!
Patanjali Credit Card: পতঞ্জলি এবার ক্রেডিট কার্ডের জন্য পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি ও আরবিএল ব্যাঙ্কের সঙ্গে সহযোগিতার চুক্তি করেছে। আসলে এই কো-ব্র্যান্ডেড কার্ডগুলো গ্রাহকদের বিশেষ ছাড় বা অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্যই তোইরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

পতঞ্জলিকে আমরা চিনি এফএমসিজি ও আয়ুর্বেদিক পণ্য প্রস্তুতকারক হিসাবে। আর এই সংস্থা এবার তার গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ডও অফার করছে। পতঞ্জলি এবার ক্রেডিট কার্ডের জন্য পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি ও আরবিএল ব্যাঙ্কের সঙ্গে সহযোগিতার চুক্তি করেছে। আসলে এই কো-ব্র্যান্ডেড কার্ডগুলো গ্রাহকদের বিশেষ ছাড় বা অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্যই তোইরি করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরবিএল ব্যাঙ্ক পতঞ্জলি ক্রেডিট কার্ড
আরবিএল ব্যাঙ্ক গ্রাহকদের দুই ধরনের ক্রেডিট কার্ড অফার করে। গোল্ড ও প্ল্যাটিনাম। এই দুই কার্ডই পতঙজলি স্টোরে কেনাকাটার সময় দারুণ কিছু সুবিধা দিয়ে থাকে। গোল্ড কার্ড প্রতি মাসে ৭৫০ টাকা পর্যন্ত ১০ শতাংশ ক্যাশব্যাক দিয়ে থাকে। অন্যদিকে, প্ল্যাটিনাম কার্ড মাসে ৫ হাজার টাকা পর্যন্ত ১০ শতাংশ ক্যাশব্যাক অফার করে থাকে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পতঞ্জলি ক্রেডিট কার্ড
পতঞ্জলির সঙ্গে চুক্তি অনুযায়ী পিএনবি রুপে সিলেক্ট ও রুপে প্ল্যাটিনাম কার্ড চালু করেছে। এই কার্ডগুলো কেবলমাত্র পতঞ্জলি দোকানে নয় তার বাইরেও একাধিক জায়গায় বিভিন্ন ধরনের অফারে প্রযোজ্য। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা তাদের প্রথম লেনদেনে ৩০০-এর বেশি রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এ ছাড়াও রয়েছে বিমা ও ৩০০-এর বেশি মার্চেন্ট অফারও। এ ছাড়াও পতঞ্জলি স্টোরে ২ হাজার ৫০০ টাকার বেশি কেনাকাটায় ২ শতাংশ ক্যাশব্যাকও পাবেন।
বাড়তি সুবিধা কে পাবেন?
পতঞ্জলির স্বদেশি সমৃদ্ধি কার্ড রয়েছে যাদের, তাঁদের জন্য রয়েছে বাড়তি সুবিধা। এই কার্ড ব্যবহারকারীরা পিএনবি পতঞ্জলি কার্ড ব্যবহার করে রিচার্জ বা অতিরিক্ত লেনদেন করলে বাড়তি ৫ থেকে ৭ শতাংশ ক্যাশব্যাক পাবেন। যাঁরা পতঞ্জলির নিয়মিত গ্রাহক, আসলে তাঁদের জন্যই এই বিশেষ অফারটি নিয়ে আসা হয়েছে, যাতে তাঁরা প্রতিটি কেনাকাটায় আরও বেশি সুবিধা পেতে পারেন।
