Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Note Change: ১০ টাকা-৫০০ টাকার নোট নিয়ে বড় আপডেট, কী বদলে যাচ্ছে জানেন?

RBI: শুক্রবারই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, শীঘ্রই নতুন নোট আসতে চলেছে বাজারে। নতুন মহাত্মা গান্ধী সিরিজের নোট আনা হচ্ছে। এই নোটগুলি পুরনো নোটের থেকে সামান্য আলাদা হবে।

Note Change: ১০ টাকা-৫০০ টাকার নোট নিয়ে বড় আপডেট, কী বদলে যাচ্ছে জানেন?
প্রতীকী চিত্র।Image Credit source: Nasir Kachroo/NurPhoto via Getty Images
Follow Us:
| Updated on: Apr 05, 2025 | 11:18 AM

নয়া দিল্লি: মানিব্যাগে থাকা টাকার নোট নিয়ে বড় আপডেট। শীঘ্রই ১০ টাকা ও ৫০০ টাকার নোটে আসতে চলেছে বড় বদল। ১০০, ২০০ টাকার নোটও বদলে যাবে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ জনগণকেও এই বিষয়ে আপডেট করা হয়েছে।

শুক্রবারই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, শীঘ্রই নতুন নোট আসতে চলেছে বাজারে। নতুন মহাত্মা গান্ধী সিরিজের নোট আনা হচ্ছে। এই নোটগুলি পুরনো নোটের থেকে সামান্য আলাদা হবে। দেখতে একই হলেও, একটা বড় পার্থক্য থাকবে।  কী সেই পার্থক্য?

নতুন নোটে বদলে যাবে স্বাক্ষর। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, মহাত্মা গান্ধী সিরিজের নতুন ১০ টাকা ও ৫০০ টাকার নোটে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার সই থাকবে। নিয়ম অনুযায়ী, যে কোনও নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। এই স্বাক্ষর দেখেই আসল-নকল নোট চেনা যায়।

এর আগে গত মাসে ১০০ ও ২০০ টাকার নোটেও স্বাক্ষর বদলের ঘোষণা করা হয়েছিল আরবিআই-র তরফে। এতদিন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাশের স্বাক্ষর থাকত। গত ডিসেম্বরে শক্তিকান্ত দাশের মেয়াদ শেষ হওয়ার পর সঞ্জয় মালহোত্রা আরবিআই গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। সেই কারণেই নোটেও বদল আনা হচ্ছে।

পুরনো নোটের কী হবে?

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ১০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা ও ৫০০ টাকার নতুন নোট প্রকাশ করলে, পুরনো নোট কি বাতিল হয়ে যাবে? এই প্রশ্ন অনেকের। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, নতুন নোট বাজারে আনা হলেও, পুরনো নোট বাতিল হবে না। পুরনো নোটও ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে কোনও বাধা থাকবে না।