Tatkal Ticket: কখন বুঝবেন Tatkal-এ আপনার টিকিট কনফার্ম হবে?
Indian Railways: যদি তৎকালে কনফার্ম টিকিট পেতে চান, তবে টিকিট কাটার সময় এই বিষয়গুলি নজরে রাখবেন। তৎকাল টিকিটের কোড হল TQWL।
নয়া দিল্লি: হঠাৎ কোনও এমার্জেন্সি হয়েছে? দূরে কোথাও যেতে হবে তড়িঘড়ি। কী করবেন? শেষ মুহূর্তে ট্রেনে যাওয়ার জন্য ভরসা তৎকাল টিকিট (Tatkal Ticket)। দূরপাল্লার ট্রেনেই তৎকাল টিকিট হয়। টিকিটের যে দাম হয়, তার তুলনায় বেশি দাম হয় তৎকাল টিকিটের। তবে তৎকাল টিকিট কাটলেই কি কনফার্ম টিকিট পাওয়া যায়?
তৎকালে টিকিট কাটলে, ট্রেনে কত আসন বা সিট ফাঁকা রয়েছে, তার উপরে নির্ভর করেই টিকিট কনফার্ম হয়। তৎকাল টিকিটে আপনি যেমন কনফার্ম সিটের অপেক্ষায়, তেমনই বহু মানুষ ওয়েটিং লিস্টেও থাকেন, যারা কনফার্ম টিকিটের আশায় বসে থাকেন। তৎকাল ও সাধারণ টিকিটের কোটা আলাদা থাকলেও, স্বচ্ছতা বজায় রাখতে, আইআরসিটিসি প্রাধান্য দেয় তাদেরই, যারা আগে টিকিট কেটেছেন। অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে থাকেন। ফলে তৎকালে টিকিট কাটলেও, সবসময় যে কনফার্ম টিকিট পাওয়া যাবে, এমন কোনও গ্যারান্টি নেই।
কখন তৎকাল টিকিট কাটবেন?
যদি তৎকালে কনফার্ম টিকিট পেতে চান, তবে টিকিট কাটার সময় এই বিষয়গুলি নজরে রাখবেন। তৎকাল টিকিটের কোড হল TQWL। যদি দেখেন যে টিকিটে TQWL1 বা TQWL2 দেখায়, তবে টিকিট বুক করুন, এক্ষেত্রে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আসলে TQWL-র পর যে নম্বরটি লেখা থাকে, তা হল সামনে কত জন ওয়েটিং লিস্টে রয়েছেন। যদি অল্প সংখ্যা থাকে, তবে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি ১০-র বেশি সংখ্যা থাকে, তবে তৎকাল টিকিট না কাটাই শ্রেয়। এক্ষেত্রে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কম।
এই খবরটিও পড়ুন
তৎকালে টিকিট কাটার আগে লিস্টে কতজনের নম্বর রয়েছে, তা দেখে নেওয়া উচিত। অনেকের নাম ওয়েটিং লিস্টে থাকলে, তৎকাল টিকিটে কনফার্ম সিট পাওয়ার সম্ভাবনা কম।
যদি উৎসবের মরশুমে টিকিট কাটেন, তবে অন্যান্য রুটের ট্রেনগুলিরও ওয়েটিং লিস্ট চেক করা উচিত। যদি দেখেন সব ট্রেনেই দীর্ঘ ওয়েটিং লিস্ট, তবে তৎকাল টিকিট না কাটাই ভাল।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)