AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সঙ্গীর সঙ্গে আরও নিশ্চিন্তে OYO-তে, নিয়মে বিরাট বদলে এবার স্বস্তিতে যুগলরা!

Unique Identification Authority of India: আধার কার্ড সবচেয়ে গ্রহণযোগ্য নথি। ফলে, সব হোটেলেই আধার কার্ড জমা নেওয়া হত এতদিন। আর নতুন নিয়ম আসায় এবার থেকে আধার কার্ডের ফটোকপি আর জমা নিতে পারবে না ওয়ো। তবে শুধু ওয়ো নয়, ভারতের যে কোনও হোটেলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নিয়ম।

সঙ্গীর সঙ্গে আরও নিশ্চিন্তে OYO-তে, নিয়মে বিরাট বদলে এবার স্বস্তিতে যুগলরা!
কাপলরা এখন আরও নিশ্চিন্ত OYO-তে!Image Credit: Rolf Konow/Sygma/Sygma with Getty Images
| Updated on: Dec 15, 2025 | 12:40 PM
Share

নিজের পছন্দের মানুষের সঙ্গে একান্তে সময় কাটাতে কে না চায়। অনেকে কফিশপে যান। অনেকে যান নিজের পছন্দের পার্কে। অনেকে আবার বাড়ির বাইরে কোনও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন না। তাহলে উপায়? অনেকেই চার দেওয়ালের মধ্যে একটা নিরাপদ আশ্রয় খোঁজেন। আর সেই ক্ষেত্রে হোটেল খোঁজেন অনেক কাপল। আর হোটেল বলতে অনেক ক্ষেত্রেই ওয়োকেই বেছে নেন তাঁরা।

হসপিটালিটি সংস্থা OYO হোটেল ব্যবসা শুরুর পর থেকেই হোটেল বুকিংয়ের বিষয়ে সাধারণ মানুষের ধারণার বদলে দিয়েছিল তারা। কোনও সমস্যা ছাড়াই অনলাইনে অ্যাপের সাহায্যেই নিজের পছন্দ মতো হোটেল বুক করে ফেলা যেত। এ ছাড়াও অবিবাহিত কাপলরাও একসঙ্গে থাকার সুযোগ পেতেন। যদিও সংস্থার এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কম হয়নি। তবে, একই সঙ্গে দারুণ ব্যবসাও করেছিল এই সংস্থা। একটা সময় এমন আসে যখন ওয়ো তাদের একাধিক নিয়ম বদলে ফেলার সিদ্ধান্তও নিয়েছিল। আর এবার হোটেক বুকিং সংক্রান্ত নিয়েও তারা নিয়ে আসতে চলেছে একটা বিরাট বদল।

কী এই বদল?

আসলে, কয়েক দিন আগেই জানা গিয়েছে, নতুন আধার অ্যাপ চলে আসার মানুষকে আর কোথাও আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে না। কারণ, আধার কার্ড যে কোনও মানুষের সবচেয়ে সংবেদনশীল নথি ও এতে সাধারণ মানুষের গোপনীয়তাও লঙ্ঘন হয়। এ ছাড়াও অন্যদিকে, আধার কার্ড সবচেয়ে গ্রহণযোগ্য নথি। ফলে, সব হোটেলেই আধার কার্ড জমা নেওয়া হত এতদিন। আর নতুন নিয়ম আসায় এবার থেকে আধার কার্ডের ফটোকপি আর জমা নিতে পারবে না ওয়ো। তবে শুধু ওয়ো নয়, ভারতের যে কোনও হোটেলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নিয়ম।

জমা না নিলে কী হবে?

জানা গিয়েছে, আধার কার্ডের জেরক্স কপি জমা না নিলেও হয়ত হোটেল কর্তৃপক্ষ শুধু সেটা দেখতে চাইতে পারে। এমনকি অন্য কোনও নথিও চাইতে পারে জমা রাখার জন্য। তবে, যাই হোক না কেন, আধার কার্ড জমা না রাখলে যে অনেক কাপল স্বস্তি পাবেন, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। তবে, এটাও ঠিক এই নিয়ম এখনও চালু হয়নি। আশা করা যায়, আগামীতে খুব তাড়াতাড়িই এই নিয়ম চালু হয়ে যাবে দেশ জুড়ে।