AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নাম প্রকাশ না করেও এবার চ্যাট করা যাবে WhatsApp-এ, আসছে নতুন ফিচার!

WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপই নিয়ে এসেছে এমন এক ফিচার যাতে নাম ও নম্বর গোপন রেখেই এবার প্রিয়জনের সঙ্গে দিব্যি চ্যাটিং করা যাবে। সিলিকন ভ্যালির টেক জায়ান্ট মেটা, এই বিষয়ে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে।

নাম প্রকাশ না করেও এবার চ্যাট করা যাবে WhatsApp-এ, আসছে নতুন ফিচার!
| Updated on: Oct 12, 2025 | 10:13 PM
Share

আজকের দিনে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নেই, এমন কাউকে খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। আর এবার সেই হোয়াটসঅ্যাপই নিয়ে এসেছে এমন এক ফিচার যাতে নাম ও নম্বর গোপন রেখেই এবার প্রিয়জনের সঙ্গে দিব্যি চ্যাটিং করা যাবে। সিলিকন ভ্যালির টেক জায়ান্ট মেটা, এই বিষয়ে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। সব ঠিক থাকলে এই বছরেই ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা বাড়বে আরও খানিকটা।

কীভাবে কাজ করবে নতুন এই ফিচার?

সূত্র বলছে, হোয়াটসঅ্যাপের প্রোফাইল সেটিংয়ে নয়া একটি অপশন থাকবে। যাকে বলা হবে ‘রিজার্ভ ইউজার’। আর সেই অপশন চালু থাকলে অন্য কারও কাছ থেকে ব্যবহারকারীর নাম ও মোবাইল নম্বর সম্পূর্ণ গোপন থাকবে। আর এর ফলে, অনেক অনাকাঙ্ক্ষিত মেসেজও আসবে কম।

আপনার ডেটা কতটা সুরক্ষিত থাকবে?

হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের নাম ‘ইউজার নেম’। আর সেই ফিচার অন থাকলে আপনি কোনও অপরিচিত ব্যক্তির নাম বা নম্বর দেখতে পাবেন না। এ ছাড়াও আরও গুরুত্বপূর্ণ কী জানেন? WWW লেখা কোনও ওয়েবসাইট বা বাইরের কোনও প্ল্যাটফর্ম থেকে মেসেজ এলে, সেই মেসেজকে নিজে থেকেই ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ। এতে কমবে সাইবার অপরাধের পরিমাণ। এ ছাড়াও আটকানো যাবে ব্যক্তিগত তথ্য চুরির ঘটনাও। আর সাইবার সুরক্ষার এই ধাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তবে, আপনার যে প্রিয়জনের নম্বর আপনার কাছে নেই, সে কি আপনাকে মেসেজ পাঠাতে পারবে না? সেই ক্ষেত্রে কাজে লাগবে ‘ইউজার নেম উইথ পিন’ অপশন। যেখানে চার অঙ্কের একটি পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর বা পিন তৈরি করতে হবে। সেই পিন জানা থাকলেই অন্য অচেনা কেউ আপনাকে মেসেজ করতে পারবেন। ফলে, আপনার হাতেই থাকবে কে আপনাকে মেসেজ করতে পারবেন আর কে পারবেন না। ফলে, আগামী বছরে এই ‘প্রাইভেসি শিল্ড’ আপনার কথোপকথনকে আরও সুরক্ষিত করে তুলবে বলেই আশা করা যায়।