AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mukesh Ambani: মুকেশ অম্বানীর বাড়ি ঘুরে দেখতে পারবেন আপনিও, লাগবে মাত্র ২ টাকা!

Mukesh Ambani: অম্বানীরা কী খায়, তাদের বাড়ির অন্দরমহল কেমন, তা জানার ইচ্ছা থাকে অনেকেরই। তবে অম্বানীর বাড়িতে এন্ট্রি নেওয়া অসম্ভব। তবে এই অসম্ভব-ই সম্ভব হবে এবার।

Mukesh Ambani: মুকেশ অম্বানীর বাড়ি ঘুরে দেখতে পারবেন আপনিও, লাগবে মাত্র ২ টাকা!
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Jun 04, 2025 | 4:16 PM
Share

মুম্বই: দেশ তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানী। শুধু ব্যবসা-বাণিজ্য নয়, তাঁর জীবনযাত্রা নিয়েও সাধারণ মানুষের মনে কম আগ্রহ নেই। অম্বানীরা কী খায়, তাদের বাড়ির অন্দরমহল কেমন, তা জানার ইচ্ছা থাকে অনেকেরই। তবে অম্বানীর বাড়িতে এন্ট্রি নেওয়া অসম্ভব। তবে এই অসম্ভব-ই সম্ভব হবে এবার। সত্যিই আপনি ঘুরে দেখতে পারবেন অম্বানীর বাড়ি। এর জন্য খরচ হবে মাত্র ২ টাকা!

মুকেশ অম্বানীরা থাকেন মুম্বইয়ে। তাদের বাড়ির নাম অ্যান্টিলিয়া। এই বাড়ির ২৭ তলাতেই অম্বানীরা থাকেন। তবে অম্বানীর যে বাড়ি ঘুরে দেখার সুযোগ দেওয়া হচ্ছে, তা কিন্তু এই অ্যান্টিলিয়া নয়। গুজরাটে অবস্থিত অম্বানীদের পৌত্রিক বাড়ি ঘুরে দেখার সুযোগ দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, গুজরাটের চোরওয়াদে অম্বানী পরিবারের পৌত্রিক বাড়ি। এটি ধীরুভাই অম্বানী মেমোরিয়াল হাউস নামে পরিচিত। বাড়িটি ১০০ বছরেরও পুরনো। এই বাড়িতেই শৈশব কেটেছে মুকেশ অম্বানী, অনিল অম্বানীর। এর আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা।

২০১১ সালে অম্বানীদের এই বাড়িকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। বাড়িটি মূলত দুই ভাগে বিভক্ত। একটি অংশ জনগণের জন্য খুলে দেওয়া। আরেক অংশ অম্বানী পরিবারের জন্য সংরক্ষিত। মুকেশ অম্বানী, অনিল অম্বানী এখনও মাঝে-মধ্যে তাদের পরিবারকে নিয়ে এই বাড়িতে যান, থাকেন।

যদি আপনিও অম্বানী পরিবার সম্পর্কে জানতে চান, মুকেশ অম্বানী-অনিল অম্বানীর বেড়ে ওঠার কাহিনি জানতে চান, তবে এই মিউজিয়াম ঘুরে দেখতে পারেন। মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকে এই মিউজিয়াম, সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। মিউজিয়ামের প্রবেশমূল্য মাত্র ২ টাকা।