Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NPS Vatsalya: মাত্র ২০ টাকা বিনিয়োগে কোটিপতি হবে আপনার সন্তান…

NPS Vatsalya Calculator: ২০২৪ সালের বাজেটে ঘোষণায় প্রথম এই স্কিমের কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তারপর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসেই লঞ্চ হয় এই স্কিম।

NPS Vatsalya: মাত্র ২০ টাকা বিনিয়োগে কোটিপতি হবে আপনার সন্তান...
Follow Us:
| Updated on: Feb 09, 2025 | 11:07 AM

এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম হল এমন একটি অ্যাকাউন্ট যেখানে চাকুরিজীবীরা চাকরি করাকালীন টাকা জমাতে পারেন। যা তাঁর অবসরের সময় কাজে আসবে। অনেক বছর ধরে কম্পাউন্ডিং হতে হতে বিনিয়োগকারীর অবসরকালে সেই জমানো পুঁজি একটা বড় তহবিল তৈরি করে। আর সরকার এনপিএসের এই সুবিধার কথা মাথায় রেখেই শিশুদের জন্য নিয়ে এসেছিল এনপিএস বাৎসল্য স্কিম।

কারও সন্তান জন্ম হওয়ার পর সেই সন্তানের নামে এনপিএস বাৎসল্য অ্যাকাউন্ট খোলা হয়। সেখানে সেই শিশুর অভিভাবক তার ১৮ বছরে বয়স হওয়া পর্যন্ত বা যতদিন না সে অর্থ উপার্জন করতে পারছে ততদিন টাকা জমা করতে থাকেন। তারপর সেই শিশু নিজের উপার্জিত টাকা সেখানে জমা করতে থাকে। সর্বোচ্চ ৬০ বছরে ধরে সেখানে টাকা জমা হওয়ার ফলে ওই শিশু যখন অবসরের দোরগোড়ায় পৌঁছবে তখন তার হাতে অবসরকালের খরচ চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ ওই তহবিল থেকেই আসতে থাকবে।

২০২৪ সালের বাজেটে ঘোষণায় প্রথম এই স্কিমের কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তারপর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসেই লঞ্চ হয় এই স্কিম।

যদি কেউ দৈনিক ২০ টাকা হিসাবে বিনিয়োগ করে তবে কোথায় গিয়ে দাঁড়াবে সেই বিনিয়োগ?

ধরে নেওয়া যেতে পারে কোনও শিশু যার জন্ম এই বছরের ১ জানুয়ারি। সে যখন রিটায়ার করবে তখন সে ঠিক কত টাকা পাবে?

শিশুর জন্মদিন: ১ জানুয়ারি, ২০২৫

বাৎসরিক বিনিয়োগ: ৭ হাজার ৩০০ টাকা (দৈনিক ২০ টাকা হিসাবে ধরলে)

বাৎসরিক বিনিয়োগ বৃদ্ধি:

রিটার্ন: বাৎসরিক ১২%

৬০ বছর পর সেই বাচ্চার বয়স যখন ৬০ হবে তখন সেই শিশু ৬ কোটি টাকার বেশি পাবে।

মোট বিনিয়োগ: ১ লক্ষ ৩১ হাজার ৪০০

১৮ বছর পর তহবিল: ৪ লক্ষ ৫৫ হাজার টাকা

৬০ বছর পর তহবিল: ৬ কোটি ১০ লক্ষ ৮৮ হাজার ১৩৮ টাকা

এনপিএস বাৎসল্যর নিয়ম বলছে শিশুর বয়স ১৮ হলে সে ২ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নিতে পারবে। কিন্তু সে যদি না তুলে পুরোটাই কম্পাউন্ডিং হতে দেয় তাহলে তার এই বিনিয়োগের রিটার্ন ভালই হবে।

রিটার্ন ১২ শতাংশ না হয়ে যদি ১০ শতাংশও হয় তাহলেও যে পরিমাণ টাকা পাওয়া যাবে তা নেহাতই খারাপ নয়। হিসাব বলছে বাৎসরিক ১০ শতাংশ হিসাবে রিটার্ন এলে ৬০ বছর পর ২ কোটি ৪৩ লক্ষ ৬৯ হাজার ৫৭৬ টাকা পাওয়া যাবে।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।