Ola-Uber-র দাদাগিরি শেষ, সস্তায় ট্যাক্সি পরিষেবা দিতে আসছে ‘ভারত ট্যাক্সি’, কত সস্তা হবে যাতায়াত?
Bharat Taxi: সেখানেই ভারত ট্যাক্সি বিরাট পরিবর্তন আনছে। ভারত ট্যাক্সির চালকদের কোনও কমিশন দিতে হবে না। মেম্বারশিপ মডেলে চলবে এই ট্যাক্সি। দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ফি দিতে হবে, যা হবে ন্যূনতম। সরকারের কথায়, এতে ট্য়াক্সি চালকদের আয় বাড়বে অনেকটাই।

নয়া দিল্লি: ওলা-উবারকে টেক্কা। লাগবে না কোনও অতিরিক্ত চার্জ বা লুকানো খরচ। কেন্দ্রীয় সরকার আনল ভারত ট্যাক্সি (Bharat Taxi)। এটা দেশের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা। সরকারি এই ট্যাক্সি পরিষেবা সরাসরি চ্যালেঞ্জ করবে ওলা, উবার, ইন ড্রাইভ, র্যাপিডোর মতো বেসরকারি অ্যাপ ক্যাবকে।
কেন্দ্রীয় সমবায় মন্ত্রক ও ন্যাশনাল ই-গভর্ন্যন্স ডিভিশনের মিবলিত উদ্যোগেই এই সমবায় ট্যাক্সি চালু করা হয়েছে। এই ট্য়াক্সিতে একদিকে যেমন যাত্রীদের যাতায়াতের খরচ কমবে, তেমনই ট্যাক্সি চালকরা সম্পূর্ণ আয় পাবেন, ওলা-উবারের মতো বেসরকারি ক্যাবে যেমন আয়ের একটা লভ্যাংশ দিতে হয়, তা দিতে হবে না।
বহু বছর ধরেই যাত্রীদের অভিযোগ ছিল যে অ্যাপ ক্যাবে অতিরিক্ত ফি বা ভাড়া নেওয়া হয়। এছাড়া চালকদের বুকিং ক্যানসেল করে দেওয়া বা বৃষ্টি হলে কিংবা অফিস টাইমে অতিরিক্ত ভাড়া নেওয়ার মতো অভিযোগ তো আছেই। চালকরাও অভিযোগ করেন যে কোম্পানিগুলি অতিরিক্ত কমিশন নেয়। তাদের আয়ের ২৫ শতাংশই কোম্পানিগুলিকে দিয়ে দিতে হয়।
সেখানেই ভারত ট্যাক্সি বিরাট পরিবর্তন আনছে। ভারত ট্যাক্সির চালকদের কোনও কমিশন দিতে হবে না। মেম্বারশিপ মডেলে চলবে এই ট্যাক্সি। দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ফি দিতে হবে, যা হবে ন্যূনতম। সরকারের কথায়, এতে ট্য়াক্সি চালকদের আয় বাড়বে অনেকটাই।
আপাতত পাইলট প্রকল্প হিসাবে আগামী নভেম্বর মাস থেকে দিল্লিতে ভারত ট্যাক্সি শুরু হবে। মোট ৬৫০টি গাড়ি নামানো হচ্ছে প্রথম ধাপে। মোট ৫ হাজার পুরুষ ও মহিলা চালকের কর্মসংস্থান হতে চলেছে। যদি এই উদ্যোগ সফল হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে দেশের বড় বড় শহরগুলিতেও ভারত ট্য়াক্সি চালু হবে। প্রাথমিকভাবে দিল্লির পর মুম্বই, পুণে, ভোপাল, লখনউ, জয়পুরের মতো মোট ২০টি শহরে পরিষেবা চালু হবে।
২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশের সমস্ত মেট্রো শহরে ভারত ট্যাক্সি চালু করার পরিকল্পনা সরকারের। ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ চালককে এই প্ল্যাটফর্মে সংযুক্ত করা হবে বলেই আশা করা হচ্ছে। শহরতলিতেও এই পরিষেবা চালু হবে।
কো-অপারেটিভের আদলেই ভারত ট্যাক্সি কাজ করবে। সহকার ট্যাক্সি কো-অপারেটিভ লিমিটেডের অধীনে এটি পরিচালিত হবে। ৩০০ কোটির মূলধন নিয়ে এই নতুন ট্যাক্সি পরিষেবার পথচলা শুরু হচ্ছে।
