AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OFDI: বিদেশেও ‘রাজ’ করছে ভারতীয় কোম্পানিগুলি, বিনিয়োগের পরিমাণ শুনলে চমকে যাবেন

OFDI: ভারতীয় কোম্পানিগুলি দেশের বাজার ছাড়িয়ে বিশ্ববাজারে বিনিয়োগ বাড়িয়েছে। আরবিআইয়ের তথ্য বলছে, ২০২৩ সালে ভারতীয় কোম্পানিগুলির আউটওয়ার্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (ওএফডিআই)-র পরিমাণ ছিল ৩২.২৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ সালে তা ১৭ শতাংশ বেড়েছে।

OFDI: বিদেশেও 'রাজ' করছে ভারতীয় কোম্পানিগুলি, বিনিয়োগের পরিমাণ শুনলে চমকে যাবেন
প্রতীকী ছবিImage Credit: Getty image
| Updated on: Jan 19, 2025 | 9:37 PM
Share

নয়াদিল্লি: ভারতীয় অর্থনীতির গতি ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দিকে এগিয়ে চলেছে। এই পরিস্থিতিতে ভারতীয় কোম্পানিগুলি শুধু দেশে নয়, বিদেশের বাজারেও নিজেদের ছাপ ফেলেছে। ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে বিদেশের বাজারে ভারতীয় কোম্পানিগুলির বিনিয়োগ ১৭ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)।

২০১৪ সালে প্রথমবার শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মেক ইন ইন্ডিয়া’-র উদ্যোগ নেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বিদেশি সংস্থাগুলি ভারতে বিনিয়োগ আরও বাড়িয়েছে। যার সুফল পাচ্ছে ভারতীয় কোম্পানিগুলি।

আবার ভারতীয় কোম্পানিগুলি দেশের বাজার ছাড়িয়ে বিশ্ববাজারে বিনিয়োগ বাড়িয়েছে। আরবিআইয়ের তথ্য বলছে, ২০২৩ সালে ভারতীয় কোম্পানিগুলির আউটওয়ার্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (ওএফডিআই)-র পরিমাণ ছিল ৩২.২৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ সালে তা ১৭ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে ভারতীয় কোম্পানিগুলির ওএফডিআই-র পরিমাণ ছিল ৩৭.৬৮ বিলিয়ন মার্কিন ডলার।

ব্যাঙ্ক অব বরোদার চিফ ইকোনমিস্ট মদন সবনাবীশ বলেন, “ভারতীয় কোম্পানিগুলি এখন আন্তর্জাতিক হয়ে উঠছে। এটা ইতিবাচক দিক। তারা শুধু ভারতে আটকে না থেকে অন্য দেশেও বিনিয়োগের কথা ভাবছে। তাদের বৃদ্ধি চারদিকে ছড়িয়ে দিচ্ছে।”

বিদেশে যেসব ক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলি বিনিয়োগ করছে, সেই সেক্টরগুলির মধ্যে রয়েছে হোটেল, নির্মাণ, উৎপাদন, কৃষি, খনি এবং পরিষেবা। আর যেসব দেশে ভারতীয় কোম্পানিগুলি বিনিয়োগ করে, সেই তালিকায় রয়েছে সিঙ্গাপুর, আমেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, ওমান, মালয়েশিয়া। এছাড়া আরও একাধিক দেশে ভারতীয় কোম্পানিগুলি বিনিয়োগ করে।