AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেউলিয়া Pakistan, ঋণ মেটাতে বেচে দিচ্ছে দেশের Airlines থেকে বিদ্যুৎ সংস্থা, সবকিছু!

Pakistan International Airlines: ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের অর্থনৈতিক সংস্কার প্যাকেজের অংশ হিসাবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।

দেউলিয়া Pakistan, ঋণ মেটাতে বেচে দিচ্ছে দেশের Airlines থেকে বিদ্যুৎ সংস্থা, সবকিছু!
Image Credit: Mike Campbell/NurPhoto via Getty Images
| Updated on: Jun 19, 2025 | 4:06 PM
Share

এবার বিক্রি হতে চলেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। আর সে দেশের সরকারি বিমান সংস্থাকে কিনতে এবার লাইন লাগিয়েছে আন্তর্দেশীয় বিমান সংস্থা এয়ারব্লু ও সে দেশের ভ্রমণ সংস্থা গেরি’স গ্রুপ। দুই সংস্থাই জানিয়েছে তারা এই বিমান সংস্থার ৫১ থেকে ১০০ শতাংশ কেনার জন্য আবেদন জানাবেন।

পাকিস্তানের দুই ব্যবসায়ী মুহাম্মদ আলি তবা ও আরিফ হাবিব এই বিমান সংস্থা কেনার জন্য আলাদা কনসোর্টিয়া তৈরি করেছে। পাকিস্তানের সবচেয়ে বড় সংস্থা ইউনুস ব্রাদার্স গ্রুপও এই বিমান সংস্থা কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের অর্থনৈতিক সংস্কার প্যাকেজের অংশ হিসাবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। পাকিস্তান এই বছর নিউ ইয়র্কের রুজভেল্ট হোটেল ও ২০২৬ সালের মধ্যে সে দেশের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বিক্রি করার পরিকল্পনা করেছে।

লোকসানের মুখে পড়া এই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিক্রির প্রচেষ্টা এর আগেও করেছে সে দেশের সরকার। প্রথমবার অনেক সংস্থা এই এয়ারলাইন্স কেনার জন্য আগ্রহ দেখিয়েছিল। যদিও শুধুমাত্র ব্লু ওয়ার্ল্ড সিটি এই এয়ারলাইন্স কেনার জন্য চূড়ান্ত প্রস্তাব দিয়েছিল। তাদের প্রস্তাবিত মূল্য সরকারের বলা মূল্যের তুলনায় অনেক কম ছিল।