AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medicines at Rail Stations: রেল স্টেশনেই মিলবে ওষুধ, তাও আবার সস্তায়! কোন কোন স্টেশনে পাবেন সুবিধা?

Medicines at Rail Stations: ৫০টি স্টেশন বেছে নেওয়া হয়েছে রেলের তরফে। রেল সূত্রে খবর, সস্তায় ওষুধ যাতে মেলে, তার জন্য প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলা হচ্ছে একাধিক স্টেশনে।

Medicines at Rail Stations: রেল স্টেশনেই মিলবে ওষুধ, তাও আবার সস্তায়! কোন কোন স্টেশনে পাবেন সুবিধা?
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 6:34 AM
Share

কলকাতা: প্রতিদিন কার্যত লক্ষ লক্ষ মানুষ যাতায়াতের মাধ্যম হিসেবে ট্রেন ব্যবহার করেন। দূরপাল্লার ট্রেনে যাত্রীর সংখ্যা নেহাত কম নয়। গন্তব্য যদি দূর হয়, তাহলে পরপর ২ রাতও কাটাতে হতে পারে ট্রেনে। এতটা পথ যাওয়ার সময় যাত্রীদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাও থাকে। অসুস্থতা বাড়লে সাধারণত কোনও স্টেশনে নেমে পড়তে হয় যাত্রীদের। ওষুধ খুঁজতেও বেগ পেতে হয় তাঁদের। তবে এবার সেই অবস্থা থেকে মুক্তি দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল।

রেল মন্ত্রক উদ্যোগ নিয়েছে, যাতে রেল স্টেশনেই পাওয়া যায় ওষুধ। তাও আবার অনেক সস্তায়! ৫০টি স্টেশন বেছে নেওয়া হয়েছে রেলের তরফে। রেল সূত্রে খবর, সস্তায় ওষুধ যাতে মেলে, তার জন্য প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলা হচ্ছে একাধিক স্টেশনে। ইতিমধ্যেই স্টেশনের তালিকা বেছে নেওয়া হয়েছে। তবে এর জন্য মেডিক্যাল স্টোরের মালিকদের লাইসেন্স থাকা প্রয়োজন।

২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে, বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, জম্মু ও কাশ্মীর ও উত্তরাখণ্ড।

যে সব স্টেশনে জন ঔষধি কেন্দ্র খোলা হবে, সেই তালিকায় থাকছে- দীন দয়াল উপাধ্যায় জংশন, বীরাহঙ্গনা লক্ষ্মী বাই, লখনউ, গোরক্ষপুর, বেনারস, মথুরা, ঋষিকেশ, কাশীপুর, দ্বারভাঙা, পাটনা, কাটিহার, জাঙ্গির-নাইলা, বাগবারহা, সিনি, আঙ্কলেশ্বর, মেহসানা, পেন্দ্রা রোড, রতলাম, মদন মহল, বিনা, সওয়াই মাধোপুর, ভগত কি কোঠি, ফাগওয়াড়া, রাজপুরা।