AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Old Gold Sell: হুড়মুড়িয়ে সোনা বিক্রি দেশে, আসতে চলেছে কোন বিপদ? সতর্ক করছেন বিশেষজ্ঞরা…

Selling Gold: তবে বর্তমান জেনারেশনে স্মৃতি বা সাংস্কৃতিক মূল্যবোধ যেন কমে যাচ্ছে, বলছে সংবাদসংস্থা ব্লুমবার্গের একটি রিপোর্টই। দেশের অনেক মানুষই তাঁদের অবসর জীবনযাপনের জন্য তাঁদের পারিবারিক বিভিন্ন সোনার গয়না বিক্রি করে দিচ্ছেন।

Old Gold Sell: হুড়মুড়িয়ে সোনা বিক্রি দেশে, আসতে চলেছে কোন বিপদ? সতর্ক করছেন বিশেষজ্ঞরা...
| Updated on: Feb 25, 2025 | 7:59 PM
Share

ভারতে সোনার মূল্য শুধু যে তার বাজার মূল্যে ধরা হয় তা নয়। দেশের অনেক বনেদী বাড়িতে আজও খুঁজলে দেড়শো বা দু’শো বছরের পুরনো সোনার গয়না পাওয়া যাবে। আমাদের দেশের মানুষ শুধুমাত্র বিনিয়োগের বিকল্প হিসাবেই যে সোনা কিনতো এমন নয়, তারা সোনা কিনতো নিজেদের শখ পূরণের জন্য বা উপহার দেওয়ার জন্য। আর সেই সোনা জেনারেশনের পর জেনারেশন রেখে দেয় তার বাজারের মূল্যের জন্য, সেই গয়নার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন স্মৃতির জন্য বা কোনও সাংস্কৃতিক মূল্যের কারণে।

তবে বর্তমান জেনারেশনে স্মৃতি বা সাংস্কৃতিক মূল্যবোধ যেন কমে যাচ্ছে, বলছে সংবাদসংস্থা ব্লুমবার্গের একটি রিপোর্টই। দেশের অনেক মানুষই তাঁদের অবসর জীবনযাপনের জন্য তাঁদের পারিবারিক বিভিন্ন সোনার গয়না বিক্রি করে দিচ্ছেন। আবার কেউ কোনও চিকিৎসা সংক্রান্ত এমার্জেন্সির জন্য বিক্রি করে দিচ্ছেন নিজের পারিবারিক সোনা। আর এর ফলে ভারতের বাজারে এই মুহূর্তে সাধারণ মানুষ হুড়মুড়িয়ে সোনা বিক্রি করে দিচ্ছেন।

এর প্রভাব অবশ্যই পড়ছে ভারতের অর্থনিতিতে। এমনভাবে পুরনো সোনা বিক্রিতে একটা জিনিস যেন স্পষ্ট হচ্ছে, বলছে সংবাদসংস্থা ব্লুমবার্গ। তারা বলছে, ভারতীয় সংস্কৃতির একটা পরিবর্তন হয়েছে। যেখানে ঐতিহ্যগত বিভিন্ন মূল্যবোধ ধীরে ধীরে দেশের মানুষের কাছে অর্থের যে বাস্তবতা, তার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে।

এমনিই আমাদের দেশের মানুষের অর্থনৈতিক স্বাক্ষরতা খুব বেশি নয়, মনে করেন বিশেষজ্ঞরা। আর এই ঘটনা তো একপ্রকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেই জেনারেশনের মানুষদের যাঁরা সঠিক সময়ে সঞ্চয় শুরু করতে পারেননি। তবে সোনার হুড়মুড়িয়ে বিক্রির ফলে বিকল্প কোনও বিনিয়োগের ক্ষেত্র আরও প্রশস্ত হতে পারে, বলছেন বিশেষজ্ঞরা।