AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Petrol Diesel Price: গৃহস্থের পকেট ফাঁকা করে আরও দামি জ্বালানি! সেঞ্চুরির দিকে এগোচ্ছে ডিজেলও

Petrol Diesel Price Hike: কলকাতায় আজ পেট্রোলের দাম ৮৩ পয়সা বৃদ্ধি পেয়েছে। এরফলে পেট্রোলের লিটার প্রতি নতুন দাম হয়েছে ১১১ টাকা ৩৫ পয়সায়। ডিজেলের দামও ৮০ পয়সা বেড়ে ৯৬ টাকা ২২ পয়সায় পৌঁছেছে।

Petrol Diesel Price: গৃহস্থের পকেট ফাঁকা করে আরও দামি জ্বালানি! সেঞ্চুরির দিকে এগোচ্ছে ডিজেলও
কেরল, রাজস্থান, ওড়িশার দেখানো পথেই কি চলবে বাংলা?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2022 | 12:15 PM

নয়া দিল্লি: স্বস্তি মিলেছিল ১৩৭ দিন। তারপর থেকে প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price)। আজ, বৃহস্পতিবারও ফের বাড়ল জ্বালানির দাম। (Fuel Price) লিটার প্রতি ৮০ পয়সা করে দাম বাড়ল পেট্রোল ডিজেলের। এই নিয়ে বিগত ১০ দিনে মোট ৬ টাকা ৪০ পয়সা দাম বাড়ল।  এক সপ্তাহেরও বেশি সময় ধরে টানা পেট্রোল-ডিজেলের দাম বাড়ায়, ক্ষোভ জমছে সাধারণ জনতার মনে। একইসঙ্গে বাড়ছে মধ্যবিত্তের পকেটে চাপ। বর্ধিত মূল্য অনুযায়ী, দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০১ টাকা ৮১ পয়সা। একইসঙ্গে ডিজেলের দামও ৯২ টাকা থেকে বেড়ে ৯৩ টাকা ৭ পয়সায় বেড়ে দাঁড়িয়েছে।

গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দাম বাড়তে শুরু করেছিল পেট্রোল-ডিজেলের। কেবলমাত্র একদিন বাদ দিয়ে বিগত ১০ দিন ধরে টানা বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। কখনও ৫০ পয়সা, কখনও আবার ৮০ পয়সা- এইভাবেই ধীরে ধীরে বাড়ছে জ্বালানির দাম। গতবছরই পেট্রোলের দাম ১০০-র গণ্ডি পার করেছিল। এবার ডিজেলও ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোচ্ছে।

বৃহস্পতিবারও নতুন করে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৮০ পয়সা করে বৃদ্ধি পাওয়ায়, মুম্বইয়ে পেট্রোলের দাম পৌঁছেছে ১১৬ টাকা ৭২ পয়সায়। অন্যদিকে ডিজেলের দাম সেঞ্চুরি পার করেছে। ১০০ টাকা ৯৪ পয়সায় বেড়ে দাঁড়িয়েছে। চেন্নাইতে পেট্রোলের দাম ১০৭ টাকা ৪৫ পয়সায় বেড়ে দাঁড়িয়েছে ৭৬ পয়সা বৃদ্ধি পাওয়ায়। ডিজেলের দামও সেখানে লিটার প্রতি ৯৭ টাকা ৫২ পয়সায় বেড়ে দাঁড়িয়েছে।

এদিকে, কলকাতায় আজ পেট্রোলের দাম ৮৩ পয়সা বৃদ্ধি পেয়েছে। এরফলে পেট্রোলের লিটার প্রতি নতুন দাম হয়েছে ১১১ টাকা ৩৫ পয়সায়। ডিজেলের দামও ৮০ পয়সা বেড়ে ৯৬ টাকা ২২ পয়সায় পৌঁছেছে। উল্লেখ্য, গোটা দেশজুড়েই পেট্রোল-ডিজেলের দাম একই পরিমাণ বাড়লেও, রাজ্যের করের উপর ভিত্তি করে দামের ফারাক হয়।

বিগত প্রায় সাড়ে চার মাস ধরেই অপরিবর্তিত ছিল পেট্রোল-ডিজেলের দাম।  এরপর গত ২২ মার্চ প্রথম দাম বৃদ্ধি হয়। এরপর থেকে  এক সপ্তাহের মধ্যেই মোট ছয়বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। মনে করা হচ্ছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ক্রুড তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ত্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারে পৌঁছেছে।