PhonePe IPO: বিনিয়োগকারীদের জন্য সুখবর! Paytm-কে টেক্কা দিতে শেয়ার বাজারে পা PhonePe-এর
PhonePe IPO: আমেরিকান সংস্থা ওয়ালমার্ট মালিকানাধীন এই 'ফোনপে'-র রমরমা ভারতে অনেকটাই। পরিসংখ্য়ান অনুযায়ী, এই দেশে UPI পেমেন্ট ব্যবহারকারীদের মধ্য়ে ৪৮ শতাংশ মানুষ অনলাইন পেমেন্টের জন্য PhonePe ব্যবহার করে থাকেন।

কলকাতা: গত বেশ কয়েক বছর ধরেই অনলাইন পেমেন্ট মাধ্যম হিসাবে অন্যান্য অ্যাপেকে টেক্কা দিয়েছে PhonePe। সম্প্রতি নিজেদের Share Market নামে একটি অ্যাপও বাজারে এনেছে তারা। এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে এই অনলাইন পেমেন্ট সংস্থা। নিজেদের IPO তৈরির কাজে কোমড় বেঁধে লেগে পড়েছে ‘ফোনপে’। বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে এমনটাই ঘোষণা করল PhonePe কর্তৃপক্ষ।
এদিন এই সংস্থার পেরেন্ট কোম্পানি ওয়ালমার্টের কর্ণধার ডং ম্যাকমিলন জানান, ‘ভারতে নিজের IPO লঞ্চ করতে চলেছে PhonePe। দীর্ঘদিন ধরে পাবলিক কোম্পানি হওয়ার জন্য কাজ চালিয়ে চলেছে আমাদের সংস্থা। আপাতত এই IPO লঞ্চের কাজে প্রাথমিকভাবে তৈরি আমরা।’
ভারতের শেয়ার বাজারে নামার কাজ অনেক দিন আগে থেকেই শুরু করেছে ‘ফোনপে’। ২০২২ সালেই সিঙ্গাপুর থেকে নিজেদের ‘ডোমিসাইল’ নথিপত্র গুটিয়ে নিয়ে ভারতে এসেছে তারা। মূলত, ভারতের শেয়ার বাজারে নিজেদের IPO লঞ্চ করতেই যে সেই সিদ্ধান্ত নিয়েছিল ‘ফোনপে’ কর্তারা, তা আপাতত স্পষ্ট।
আমেরিকান সংস্থা ওয়ালমার্ট মালিকানাধীন এই ‘ফোনপে’-র রমরমা ভারতে অনেকটাই। পরিসংখ্য়ান অনুযায়ী, এই দেশে UPI পেমেন্ট ব্যবহারকারীদের মধ্য়ে ৪৮ শতাংশ মানুষ অনলাইন পেমেন্টের জন্য PhonePe ব্যবহার করে থাকেন। এই তালিকায় PhonePe-র পরেই রয়েছে Google Pay-এর নাম। ভারতে UPI পেমেন্ট ব্যবহারকারী মোট ৩৭ শতাংশ মানুষ এই অ্যাপের ব্যবহার করে থাকেন।

