Amarnath Yatra 2022 registration: অমরনাথ যাত্রায় যেতে চান? কীভাবে হবে বুকিং, প্রয়োজন কী কী নথি, জেনে নিন
Amarnath cave: যাত্রী সুবিধার্থে এই বছরই প্রথমবার শ্রীনগর থেকে পঞ্চতরণী অবধি হেলিকপ্টার পরিষেবা শুরু হয়েছে। পঞ্চতরণী থেকে ৬ কিলোমিটার হেঁটে অমরনাথ গুহাতে পৌঁছতে হবে।
জুন মাসের ৩০ তারিখ থেকে অমরনাথ যাত্রা শুরু হবে। করোনা অতিমারির কারণে ২ বছর ধরে বিধিনিষেধের কারণে বন্ধ ছিল অমরনাথ যাত্রা। হিমালয়ের কোলে অবস্থিত এই পবিত্র স্থানে ৪৩ দিনের যাত্রা করতে অসংখ্য পুণ্যার্থী সারা বছর অপেক্ষা করে থাকেন। ১১ অগস্ট এই বছরের মতো বন্ধ হয়ে যাবে অমরনাথ মন্দির। যাত্রী সুবিধার্থে এই বছরই প্রথমবার শ্রীনগর থেকে পঞ্চতরণী অবধি হেলিকপ্টার পরিষেবা শুরু হয়েছে। পঞ্চতরণী থেকে ৬ কিলোমিটার হেঁটে অমরনাথ গুহাতে পৌঁছতে হবে। ইতিমধ্যেই অমরনাথের বুকিং শুরু হয়ে গিয়েছে। কীভাবে করবেন রেজিস্ট্রেশন জেনে নিন
- প্রথমেই আপনাকে https://jksasb.nic.in/register.aspx ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- যাত্রী অ্যাপলিকেশন নম্বর দেওয়ার পরই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। agree তে ক্লিক করে আপনি পারমিট ডাউনলোড করতে পারবেন।
- অ্যাডভান্স বুকিং ছাড়া কেউ যদি অমরনাথ যেতে চান তীর্থযাত্রীর জম্ম ও শ্রীনগরেও গিয়েও যাত্রার বুকিং করতে পারবেন। পারমিটের জন্য অনলাইনে পেমেন্ট করা যাবে।
- এছাড়া তীর্থযাত্রীরা মোবাইলে প্লেস্টোর অথবা আইওএস থেকে অমরনাথ যাত্রার অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
প্রয়োজনীয় নথিপত্র
- ২৮ মার্চ ২০২২ এর মধ্যে চিকিৎসকের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট।
- ৪ টি পাসপোর্ট সাইজের ছবি।
- আধার কার্ড অথবা সরকারের তরফে দেওয়া কোনও পরিচয়পত্র।
বয়সসীমা
অমরনাথ যাত্রার জন্য বয়সেরও কিছু বিধিনিষেধ রয়েছে। ১৩ বছরের কম অথবা ৭৫ বছরের বেশি কেউ অমরনাথ যাত্রায় অংশ নিতে পারবেন না। ৬ সপ্তাহের বেশি গর্ভবতী মহিলাদের অমরনাথ যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।