AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana: এই কাজ না করা থাকলে কৃষকরা পাবেন না প্রধানমন্ত্রী কিসান সম্মান যোজনার ১৪তম কিস্তির টাকা

কেন্দ্রের এই যোজনার টাকা পেতে দেশের কৃষকদের ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা নেই, তাঁদের আধারের সঙ্গে অ্যাকাউন্টের সংযুক্তি করতে হবে।

Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana: এই কাজ না করা থাকলে কৃষকরা পাবেন না প্রধানমন্ত্রী কিসান সম্মান যোজনার ১৪তম কিস্তির টাকা
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 6:35 AM
Share

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিসান সম্মান যোজনা কেন্দ্রীয় সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। দেশের কোটি কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। ১৩টি কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়েছেন কৃষকরা। ১৪তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন ৮ কোটিরও বেশি কৃষক। তবে কবে ১৪ তম কিস্তির টাকা দেওয়া হবে এ ব্যাপারে এখনও কোনও ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফে। তবে পরের মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা দেওয়ার কথা ঘোষণা করতে পারেন। কিন্তু একটি প্রক্রিয়া না করা থাকলে কৃষকরা পাবেন না প্রধানমন্ত্রী কিসান সম্মান যোজনার ১৪তম কিস্তির টাকা।

কেন্দ্রের এই যোজনার টাকা পেতে দেশের কৃষকদের ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা নেই, তাঁদের আধারের সঙ্গে অ্যাকাউন্টের সংযুক্তি করতে হবে।

এগ্রিকালচার বিভাগের সাম্প্রতিক বিজ্ঞপ্তি বলছে, আধার এবং এনপিসিআই-এর সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতেই ঢুকবে ১৪ তম কিস্তির টাকা। এনপিসিআই-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে কৃষকদের তাঁদের নথি জমা দিতে হবে পোস্ট অফিস বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই সব নথি যাচাই করার পরই এনসিপিআই ম্যাপারে দেখাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এনসিপিআই-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত রয়েছে কি না তা জানার জন্য যেতে হবে এই লিঙ্কে। সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিলেই দেখা যাবে এনসিপিআই-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত কি না।